ট্রেন লেট হওয়ার দিন শেষ! যাত্রীদের হয়রানি দূর করতে অত্যাধুনিক এই প্রযুক্তি আনছে ভারতীয় রেল

   

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেল (Indian Railways) আমাদের দেশের লাইফ লাইন। প্রতিনিয়ত লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে (Train) চেপেই দূর দূরান্তে সফর করে থাকেন। তাই ভারতীয় রেল যেমন যাত্রীদের অত্যন্ত ভরসার একটি পরিবহন ব্যবস্থা, ঠিক তেমনি এই পরিবহন ব্যবস্থার বিরুদ্ধে রেলযাত্রীদের অভিযোগেরও শেষ নেই।

বিশেষ করে ট্রেনের যাতায়াতের সময় নিয়ে হামেশাই যাত্রীদের মধ্যে ওঠে নানান অভিযোগ। ট্রেন লেট নিয়ে হামেশাই অভিযোগ করে থাকেন নিত্যযাত্রীরা। তবে একথাও ঠিক যাত্রীদের সফর আরও বেশি নিরাপদ এবং আরামদায়ক করে তুলতে হামেশাই  নিত্য নতুন পরিষেবা আনছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। করা হচ্ছে নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার।

তেমনই এবার সময়ের অপচয় রোধ করে দ্রুত জল সরবরাহ ব্যবস্থা (Quick Watering System) আনতে চলেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলিতে জল ভরার মতো জরুরি কাজে আর বেশি সময় নষ্ট করতে চাইছে না রেল। তাই এবার সময় বাঁচাতে দ্রুত জল ভরার নতুন প্রযুক্তি আনছে ভারতীয় রেল।

জানা যাচ্ছে, পূর্ব রেলওয়ের এখতিয়ারভুক্ত পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন সহ মোট ১২টি বড় স্টেশনে ইতিমধ্যেই শুরু হয়েছে এই দ্রুত জল সরবরাহ ব্যবস্থা।  পাশাপাশি আরও ১২টি স্টেশনে দ্রুত জল দেওয়ার ব্যবস্থা চালু হতে চলেছে। আসলে তাৎক্ষণিক জলের ব্যবস্থা হল খুব দরকারী একটি প্লান্ট। যখন কোনো স্টেশনে ট্রেনটি ন্যূনতম দশ মিনিটের জন্য থামবে তখনই ট্রেনের কোচে জল ভরা যাবে।

আরও পড়ুন: একটানা ১৫ দিন! হাওড়া রুটে শনিবার থেকেই বাতিল বহু ট্রেন, দুর্ভোগ এড়াতে আগেভাগেই দেখুন তালিকা

Train 6

প্রসঙ্গত এই তাৎক্ষণিক জল ভরার ব্যবস্থা শুধু  কেবল জলের অপচয় নিয়ন্ত্রণ করে না বরং খুব অল্প সময়ে ট্রেনের বগিগুলিকে জলে ভরিয়ে তোলে। যার ফলে জলের অপচয়ও রোধ করা যায়। রেলসূত্রে খবর এই ব্যবস্থায় ২৪ কোচের ট্রেনে জল ভরতে সময় লাগে মাত্র ৮ মিনিট।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর