মাত্র ৮৭ টাকা থেকে ১১ লাখ! অবাক হচ্ছেন? LIC’র এই পলিসিতেই হবে বাজিমাত

   

বাংলাহান্ট ডেস্ক : লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation Of India) অর্থাৎ এলআইসি(LIC) বিনিয়োগের অন্যতম সেরা মাধ্যম। দেশের একমাত্র এই সরকারি ইন্স্যুরেন্স কোম্পানি একাধিক পলিসি মাঝেমধ্যে নিয়ে আসে সাধারণ মানুষের কথা ভেবে। এই পলিসিগুলিতে বিনিয়োগ করা একদিকে যেমন নিরাপদ, অন্যদিকে এই পলিসি থেকে পাওয়া যায় ভালো রিটার্ন।

এলআইসি আধার শিলা (Lic Aadhaar Shila Policy) তেমনই একটি পলিসি। বিশেষ করে মহিলাদের জন্য তৈরি করা হয়েছে এই পলিসি। সঞ্চয় ও বিমা কভারেজ, দুইই পাওয়া যায় এই পলিসিতে।পলিসি চলাকালীন বিনিয়োগকারী যদি মারা যান, তাহলে আর্থিকভাবে সহায়তা করা হয় নমিনীকে। এছাড়াও এই পলিসিতে রয়েছে লোন নেওয়ার সুবিধা।

আরোও পড়ুন : এ কী কান্ড! এই দেশে ১০০ বছরেও জন্মায়নি একটি শিশু! আসল কারণ জানলে চমকে উঠবেন

৮ বছর থেকে ৫৫ বছর বয়সী যে কোনও মহিলা এই পলিসি নিতে পারেন। সর্বনিম্ন ১০ বছর ও সর্বোচ্চ ২০ বছর মেয়াদকাল রয়েছে এই পলিসির। এই পলিসিটির সর্বোচ্চ ম্যাচুরিটির বয়স ৭০ বছর। প্রত্যেক মাসে, প্রত্যেক তিন মাসে, প্রত্যেক ছয় মাসে কিংবা প্রত্যেক বছর প্রিমিয়াম জমা দেওয়ার অপশন পাবেন গ্রাহকরা। সব মিলিয়ে বলা যায়, সুবিধাই হবে গ্রাহকদের।

LIC is buying stake in this company

এই পলিসিতে ৭৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত সাম অ্যাসিউরড পাওয়া যায়। গ্রাহক যদি রোজ ৮৭ টাকা অর্থাৎ বছরে ৩১ হাজার ৭৫৫ টাকা এই পলিসিতে জমান, তাহলে ১০ বছর পর বিনিয়োগকারীর জমাকৃত অর্থের পরিমাণ দাঁড়াবে ৩ লক্ষ ১৭৫৫০ টাকা। ৫৫ বছর বয়সী কোনও মহিলা ১৫ বছরের জন্য এই পলিসিতে বিনিয়োগ করলে ৭০ বছর বয়সে পেয়ে যাবেন ১১ লক্ষ টাকা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর