এ কী কান্ড! এই দেশে ১০০ বছরেও জন্মায়নি একটি শিশু! আসল কারণ জানলে চমকে উঠবেন

   

বাংলাহান্ট ডেস্ক : এই বিশাল পৃথিবীতে রয়েছে শত শত দেশ। সব দেশেরই প্রকৃতি, সংস্কৃতি, অবস্থা একে অপরের থেকে আলাদা। তবে কিছু কিছু দেশের এমন অবাক করে দেওয়া ব্যাপার রয়েছে যেগুলি আমরা জানলে তাজ্জব বনে যেতে বাধ্য। আজ আমরা এই প্রতিবেদনে এমন একটি দেশের সম্পর্কে বলতে চলেছি যেখানে গত ৯৫ বছরে জন্ম নেয়নি একটিও শিশু।

এবার আপনাদের নিশ্চই জানতে ইচ্ছা করছে যে কোন দেশ এটি? জানিয়ে রাখি আমরা কথা বলছি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি সম্পর্কে। ১১ ফেব্রুয়ারি ১৯২৯ খ্রিস্টাব্দে গঠিত হয় ভ্যাটিকান সিটি। তবে আশ্চর্যের বিষয় ৯৫ বছর কেটে গেলেও এখানে একটি মানব সন্তানও জন্মগ্রহণ (Child Birth) করেনি। তবে এই ঘটনার পিছনে রয়েছে একটি বিশেষ কারণ।

আরোও পড়ুন : এবার হাতে আসবে বাড়তি ভাতা! সোনায় সোহাগা ৭০ হাজার ইমাম-মোয়জ্জমের, মাস্টারস্ট্রোক দিচ্ছে রাজ্য

ভ্যাটিকান সিটিতে (Vatican City) নেই কোনও হাসপাতাল। যদি এখানে গুরুতরভাবে কেউ অসুস্থ হয়ে পড়ে অথবা সন্তানসম্ভবা হয়ে পড়ে, তাহলে তাকে রোমের পার্শ্ববর্তী হাসপাতালগুলিতে পাঠিয়ে দেওয়া হয়। এই দেশটির আয়তন মাত্র ১১৮ একর।এই দেশের ক্ষুদ্র আকারের জন্য এখানে হাসপাতাল গড়ে তোলা যায়নি।

আরোও পড়ুন : একটানা ১৫ দিন! হাওড়া রুটে শনিবার থেকেই বাতিল বহু ট্রেন, দুর্ভোগ এড়াতে আগেভাগেই দেখুন তালিকা

কোনও ধরনের ডেলিভারি রুম না থাকায় ভ্যাটিকান সিটিতে সন্তান জন্ম দেওয়া যায়না। প্রসঙ্গত, ভ্যাটিকান সিটিতে কাউকেই স্থায়ী নাগরিকত্ব দেওয়া হয়না। নির্দিষ্ট সময় পর্যন্ত এখানে থাকার অনুমতি হিসাবে অস্থায়ী নাগরিকত্ব প্রদান করা হয়। তাই এই দেশের ভূমিতে জন্মগ্রহণ যাতে কেউ না করতে পারে তাই কঠোর নিয়ম জারি রয়েছে।

girl child

এই নিয়ম অনুযায়ী, কোনও মহিলার প্রসবের দিন কাছে এলেই তাকে পাঠিয়ে দেওয়া হয় রোম শহরের অন্যান্য হাসপাতালে কিংবা নিজের দেশে। ভবিষ্যতেও যাতে এই দেশের নাগরিকত্ব কেউ না পায় সেই উদ্দেশ্যেই এই নিয়ম। এমন অদ্ভুত নিয়ম থাকার জন্যেই আজকেও সারা বিশ্বে চর্চা চলে এই দেশটিকে নিয়ে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর