টিকিট থাকলেও,ভুলবশত ট্রেনের এই কামরায় উঠলেই দিতে হবে জরিমানা! কেন জানেন?

বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railways) আমাদের দেশের লাইফ লাইন। কাছের হোক কিংবা দূরের যে কোনো সফরে যাত্রীদের ভরসা একমাত্র ভারতীয় রেল (Indian Railways)। বিশেষ করে  পর্যটকদের কাছে দূরপাল্লার ট্রেনে সফর মানেই অত্যন্ত আরামদায়ক। কিন্তু জানলে অবাক হবেন, ভারতীয় রেলের (Indian Railways) এমন অনেক নিয়ম রয়েছে যা ট্রেনে চড়ার  আগে জানা অত্যন্ত জরুরী।

ভারতীয় রেলের (Indian Railways) এই নিয়ম না জানলেই হবে কড়া শাস্তি

ভারতীয় রেলের এই সমস্ত নিয়ম জানা না থাকলে কড়া শাস্তি কিংবা জরিমানার মুখে পড়তে হতে পারে। আসুন জানা যাক, ভারতীয় রেলের এই সমস্ত নিয়ম গুলি কি কি? স্টেশনে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার ট্রেনের কামড়ায় অনেক সময় বিভিন্ন ধরনের কোড লেখা থাকে। এই সমস্ত কোডগুলির আলাদা আলাদা অর্থও থাকে। অনেকেই হয়তো লক্ষ্য করে থাকবেন  ভারতীয় রেলের এমনই একটি কোড হল H1।

মূলত ট্রেনের এসি কামরার গায়ে লেখা থাকে এই H1 কোড। এই H1- কোডের অর্থ হল এসি কামরা। সাধারণত দূরপাল্লার ট্রেনের প্রথম শ্রেণির  কামরার গায়েই লেখা থাকে এই H1 কোড। এই সমস্ত ফার্স্ট ক্লাস এসি কোচে মোট ৪টি কেবিন থাকে। জানা যাচ্ছে, এই সমস্ত এসি কোচে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী সফর করতে পারেন।

আরও পড়ুন : উৎসবের মরশুমে সোনা কেনার সুবর্ণ সুযোগ! আজ কলকাতায় সোনার দাম কত?

ভারতীয় রেলে এই সমস্ত H1 কামরার জন্য রয়েছে বিশেষ নিয়ম। সকলেই জানেন বিনা টিকিটে সফর করা মানেই ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী দন্ডনীয় অপরাধ। তবে অনেকেই হয়তো জানেন না বিনা টিকিটে বা অন্য কোনও শ্রেণির টিকিট নিয়ে ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় ওঠা যায় না।

Indian Railways

তাই তাড়াহুড়ো করে ট্রেনে ওঠার আগে সাবধান। কেউ যদি তাড়াহুড়ো করে কিংবা ভুলবশত-ও প্রথম শ্রেণির কামরায় উঠে পড়েন তাহলেও এক্ষেত্রে কোনো ছাড় পাবেন না তিনি। এক্ষেত্রে তাকে দিতে মোটা টাকার জরিমানা। তাই দৌড়ে ট্রেনে ওঠার সময় অবশ্যই খেয়াল করুন। এবার থেকে ভুল করেও H1 কামরায় উঠবেন না কেউ। কারণ টিটিই-র নজরে পড়লেই ট্রেন থেকে নামিয়ে দিয়েই নেওয়া হবে মোটা অঙ্কের জরিমানা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর