কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কলকাতা মেট্রোয় চাকরি! বেতন কত, যোগ্য কারা?

বাংলা হান্ট ডেস্ক: এবার কলকাতায় বসেই, কলকাতা মেট্রোতেই চাকরির সুযোগ! তাও আবার কোন লিখিত পরীক্ষা নয়, শুধু ইন্টারভিউ দিলেই পাওয়া যাবে সেই চাকরি।  আর এই পদের জন্য জন্য আবেদন করতে পারবেন যেকোনো ফ্রেশাররাও। তবে এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৬০ থেকে ৬২ বছরের মধ্যে।

তবে শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীদেরই এই চাকরির সুযোগ দিচ্ছে কলকাতা মেট্রো। আর তার জন্য কোন লিখিত পরীক্ষাও দিতে হবে না। শুধু ইন্টারভিউ-র  মাধ্যমেই নাকি নিয়োগ হবে। কোন পদের জন্য,কিভাবে আবেদন করবেন? আসুন জানা যাক বিস্তারিত।

শূন্যপদ:

জানা যাচ্ছে, কলকাতা মেট্রো রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অপারেশনস এবং মেনটেন্যান্স) পদে মাত্র ১ টিই শূন্যপদ রয়েছে।

কাজের অভিজ্ঞতা

এই পদের আবেদনকারীর রেলওয়ে / কেন্দ্র বা রাজ্য সরকারি সংস্থা / বেসরকারি সংস্থার ডেপুটি চিফ অপারেশন ম্যানেজার পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও এই পদে অবসরও গ্রহণ করতে হবে।

এছাড়া যোগ্যতা হিসাবে অপারেশনস এবং ম্যানেজমেন্টে প্রার্থীর কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং SG বা JAG স্তরের পদের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।

আরও পড়ুন: খাস কলকাতার কলেজে হিজাব বিতর্ক! বাধ্য হয়ে চাকরিতে ইস্তফা দিলেন অধ্যাপিকা

বয়সসীমা

তবে কলকাতা মেট্রোর এই পদে চাকরি করতে গেলে বয়স হতে হবে ৬০ থেকে ৬২ বছরের মধ্যে।

বেতন :

কেন্দ্রীয় বা রাজ্য সরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী হলে বেতন হিসাবে পাবেন শেষ বেসিক পে-র ৫০ শতাংশ + কেন্দ্রীয় বা রাজ্য মহার্ঘভাতা।

এছাড়া বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী হলেও একই বেতন পাবেন, তবে এক্ষেত্রে তিনি পাবেন IDA।

kolkata metro crrc dalian rake 1200x768 0 sixteen nine

কাজের মেয়াদ:

এই পদে নিযুক্ত হলে চুক্তির ভিত্তিতে প্রথমে ৬ মাস কাজের সুযোগ পাবেন। তবে কাজের দক্ষতার ভিত্তিতে পরে কাজের মেয়াদ বাড়ানোও হতে পারে।

কাজের জায়গা

কলকাতা মেট্রোর এই কাজ কলকাতায় বসেই করা যাবে।

আবেদন পদ্ধতি:

যোগ্য প্রার্থীরা আগামী ২ জুলাইয়ের মধ্যেই নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর