এবার কনকনে শীতে কাঁপবে বাংলা! বুধেই শীতের কামড়, দেখুন আবহাওয়ার আগাম আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ বাসী রেডি তো? অবশেষে জাঁকিয়ে পড়তে চলেছে শীত (South Bengal Weather)। হাড় কাঁপানো ঠান্ডায় এবার জবুথবু হওয়ার পালা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কাল থেকেই শুরু হতে চলেছে শীতের মরশুম। হু হু করে নামবে শীতের পারা। পারা পতনের জেরে আগামী সপ্তাহে আরও কমবে তাপমাত্রা।

কনকনে শীতে কাঁপবে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)

কনকনে ঠান্ডায় চুটিয়ে শীতের আমেজ উপভোগ করার জন্য সেই কবে থেকে অপেক্ষায় রয়েছেন বঙ্গবাসী (South Bengal Weather)। অবশেষে মিলল সুখবর। সপ্তাহের শেষেই এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা নেমে আসবে ১৫ ডিগ্রি বা তারও নীচে। ব্যাপক ঠাণ্ডা পড়তে চলেছে উত্তরবঙ্গেও। জানা যাচ্ছে, আগামীদিনে সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসে।

ঠান্ডার নতুন ইনিংসের সাথেই দাপট থাকবে কুয়াশারও। তাই ইতিমধ্যেই কয়েকটি জেলায় আগে থেকেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। জানা যাচ্ছে, আগামীকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়বে পাহাড়। উত্তরের জেলাগুলির মধ্যে কোচবিহার, উত্তর দিনাজপুর,দার্জিলিং,এবং জলপাইগুড়ি ব্যাপক  কুয়াশা পড়বে। যার ফলে  সকালে বেশ কিছুক্ষণ দেরিতে ট্রেন চলতে পারে।

তবে শুধু উত্তরেই নয় কুয়াশায় ঢাকবে দক্ষিণবঙ্গও। দক্ষিণের একাধিক রাজ্যের আকাশেও থাকবে ঘন কুয়াশা। মুর্শিদাবাদ, বীরভূম, সহ পশ্চিম বর্ধমানে কুয়াশায় ঘেরা থাকবে আকাশ। সকালের দিকে এই তিন জেলার কিছু অংশে দৃশ্যমানতা কমে গিয়ে ৫০ মিটারে পৌঁছতে পারে।

আরও পড়ুন: দীঘায় মমতা! ‘কোটি টাকার’ খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রীকে কি বললেন শুভেন্দু?

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে রাতের দিকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। তাই এবার সোয়েটার টুপি বার করেই ফেলুন। কারণ  আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে। তবে আগামী তিন-চারদিনে বৃষ্টির হওয়ার সম্বাবনা নেই।

South Bengal Weather

কেমন থাকবে বুধবারের আবহাওয়া?

জানা যাচ্ছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা পোঁছেছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। জানা যাচ্ছে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর  সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছেই ঘোরাফেরা করবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর