বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলার ২০টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি (BJP)। পুরনো মুখের পাশাপাশি একাধিক নতুন মুখকেও এবার টিকিট দিয়েছে পদ্ম-শিবির। এমনই একজন প্রার্থী হলেন প্রিয়া সাহা (Priya Saha)। ‘কেষ্ট গড়’ নামে পরিচিত বোলপুর কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে তাঁকে। সাঁইথিয়া নিবাসী এই নেত্রী ২০১৬ এবং ২০২১ বিধানসভা নির্বাচনে লড়েছিলেন, তবে জয় আসেনি। চব্বিশের ভোটে (Lok Sabha Election 2024) জয়ের ব্যাপারে অবশ্য বেশ আত্মবিশ্বাসী তিনি।
‘কেষ্ট গড়’ নামে পরিচিত বীরভূমের হাওয়া এখন অনেকটা বদলেছে বলে মত বিজেপির। অনুব্রতর জেলযাত্রার সঙ্গেই এখানে জোড়াফুলের দাপট কমেছে বলে দাবি অনেকের। তবে তৃণমূলের বিশ্বাস, এবারও বোলপুরে (Bolpur) জয়ী হবেন তাঁরা। এদিকে কেষ্টর অনুপস্থিতিতে এই আসন থেকে প্রিয়া কেমন ফলাফল করেন তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে।
বোলপুর আসনের প্রার্থী হিসেবে প্রিয়ার (Priya Saha BJP) নাম ঘোষণার পর থেকেই তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছিল। নাম না করেই তাঁকে ‘দুর্বল’ তকমা দিয়েছিলেন বিজেপিরই নেতা অনুপম হাজরা। দুর্বল প্রার্থী দেওয়ার পিছনে তৃণমূল-বিজেপির আঁতাত থাকতে পারে বলেও দাবি করেছিলেন তিনি।
আরও পড়ুনঃ উপকৃত হবেন সাধারণ মানুষ! আবাসন নিয়ে বিরাট সিদ্ধান্ত নেওয়ার পথে কলকাতা হাই কোর্ট
‘দুর্বল’ তকমা দেওয়া হলেও প্রিয়ার গলায় অবশ্য শোনা গিয়েছিল আত্মবিশ্বাসের সুর। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি বলেছিলেন, বীরভূম অতীতে কেষ্ট গড় ছিল। নিজের জয়ের বিষয়ে ১০০% নিশ্চিত বলেও দাবি করেছিলেন তিনি। বোলপুর কেন্দ্র মোদীজির হাতেই তুলে দেবেন বলে জানিয়েছিলেন প্রিয়া।
প্রসঙ্গত, চব্বিশের লোকসভা ভোটের আগে ২০১৬ বিধানসভা নির্বাচনে সাঁইথিয়া থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন এই নেত্রী। তবে তৃণমূল প্রার্থী নীলাবতী সাহার কাছে পরাজিত হন। এরপর ২০২১ বিধানসভা নির্বাচনেও তাঁকে টিকিট দেয় দল। তবে জয়ের মুখ দেখতে পারেননি। ২০১৫ সালে অবশ্য সাঁইথিয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়েছিলেন প্রিয়া। আসন্ন ভোটে কেষ্ট গড় থেকে তিনি জয়ী হতে পারেন কিনা সেটাই এবার দেখার।