৪ দিন আগেই কলকাতাকে সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট! ম্যানহোল নিয়ে কী বলছে আইন?

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার ট্যানারি এলাকায় ম্যানহোলে (Manhole) নেমে বর্জ্য পরিষ্কার করতে গিয়ে নিকাশি নালায় তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে ৩ সাফাইকর্মীর। এই মর্মান্তিক দুর্ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। ঘটনাচক্রে ম্যানহোলে নেমে এই শ্রমিক মৃত্যুর ঘটনার মাত্র চার দিন আগেই কলকাতা সহ দেশের ৬ শহরে ম্যানহোলে মানুষ নামানোর কাজ অর্থ্যাৎ ‘ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং’ নিয়ে সতর্ক করেছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

ম্যানহোল (Manhole) নিয়ে কী বলছে আইন?

কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলকাতা,দিল্লি,মুম্বাই,চেন্নাই ব্যাঙ্গালুরু এবং হায়দ্রাবাদের মতো শহর গুলিতে। আগামী ১৩ ফেব্রুয়ারীর মধ্যে ৬ শহরের প্রধান নির্বাহী কর্তাদের এই সংক্রান্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে বলা হয়েছে ওই রিপোর্টের বিস্তারিত জানাতে হবে। কিভাবে কখন ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বন্ধ করা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। কিন্তু তারই মাঝে কলকাতার বুকে ঘটে গেল এমন এক মর্মান্তিক দুর্ঘটনা।

ম্যানহোলে (Manhole) মানুষ নামিয়ে আবর্জনা পরিষ্কার করা বন্ধ করতে এক দশক আগে অর্থাৎ ২০১৩ সালে দেশে নতুন আইন আনা হয়েছিল। সেখানে বলা হয়েছিল ম্যানহোল সাফাই,মলমূত্র সাফাই কিংবা বয়ে নিয়ে যাওয়ার মতো কোন কাজ কাজ কোন মানুষকে দিয়ে করানো যাবে না। তারপর থেকেই এই কাজ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যদি কোনো বিশেষ পরিস্থিতিতে ম্যানহোলে মানুষ নামানোর প্রয়োজন হয় তবে তাঁর জীবন এবং স্বাস্থ্যের জন্য সমস্ত রকম সুরক্ষা দিতে হবে সরকারকে। কিন্তু তারপরেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বারবার ম্যানহোলে মানুষ নামিয়ে মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: যোগেশচন্দ্রের পর তালিকায় আরও এক কলেজ! সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল

কি বলা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে?

কোন বিশেষ পরিস্থিতিতে ম্যানহোলে (Manhole) মানুষ নামানোর প্রয়োজন হলে নিকাশী নালায় প্রাণঘ বিষাক্ত গ্যাস রয়েছে কিনা সে সম্বন্ধে তা আগে যাচাই করে নিতে হবে

কোনো সাফাইকর্মীকে ম্যানহোলে নামানো হলে সুরক্ষার জন্য তার কোমরে দড়ি বাঁধতে হবে।

Manhole

ম্যানহোলে নাম সাফাইকর্মীদের জন্য আগে থেকেই পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রাখতে হবে।

বিষাক্ত গ্যাসের হাত থেকে বাঁচতে সাফাইকর্মীদর বিশেষ ধরনের মুখোশ পরে ম্যানহোলে নামাতে হবে।

মাথা থেকে পা পর্যন্ত সাফাইকর্মীদের বিশেষ অ্যাপ্রনে ঢাকতে হবে।

এছাড়া সাফাইকর্মীরা পায়ে গামবুট আর অবশ্যই হাতে দস্তানা পরে ম্যানহোলে নামাতে হবে।

বছর দুয়েক আগে ২০২৩ সালে এই সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নর্দমা পরিষ্কার করতে গিয়ে কোনও সাফাইকর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার। এছাড়া  ২০২৩ সালের কেন্দ্রীয় বাজেটে ম্যানহোল প্রসঙ্গে বাজেট বক্তৃতার ৫৬ নম্বর অনুচ্ছেদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, দেশের প্রতিটি শহরে নিকাশি সংস্কারের কাজ পুরোপুরি আধুনিক যন্ত্রের মাধ্যমে করতে হবে।  এই কাজ বিজ্ঞানসম্মত ভাবে করার জন্য সমস্ত রাজ্যের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর