বাংলা হান্ট ডেস্কঃ রবিবার দিল্লি জুড়ে যেন উৎসবের মেজাজ। আজ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। আর সেই সঙ্গেই তিনি গড়তে চলেছেন একটি অনন্য রেকর্ড। ১৯৬২ সালের পর এই প্রথম কোনও নেতা টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীরপদে অধিষ্ঠিত হতে চলেছেন। শুধু তাই নয়, জওহরলাল নেহেরুর পর দ্বিতীয় নেতা হিসেবে তিনবার পিএমের কুর্সিতে আসীন হতে চলেছেন ‘নমো’।
অবশ্য শুধু এগুলিই নয়, মোদীর ঝুলিতে আরও একাধিক অনন্য রেকর্ড রয়েছে। বেশ কয়েকটি বিশ্ব রেকর্ডও রয়েছে তাঁর নামের পাশে। অনেকেই জানেন না, ভারতের স্বাধীনতার পর জন্মগ্রহণ করা প্রথম প্রধানমন্ত্রী মোদী। ২০১৪ সালে ২৬ মে শপথ গ্রহণের সঙ্গেই এই অনন্য নজিরও গড়ে ফেলেছিলেন তিনি। সেই সঙ্গেই এদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রাম জন্মভূমি যাওয়ার নজিরও রয়েছে ‘নমো’র ঝুলিতে।
আরও পড়ুন: রাজ্য সভাপতির পদ ছিনিয়ে কেন্দ্রীয় মন্ত্রী! পুরস্কার নাকি শাস্তি? সুকান্ত বললেন…
২০২০ সালের আগস্ট মাসে প্রায় ২৮ বছর পর অযোধ্যা গিয়েছিলেন মোদী। ওই একদিনে একাধিক রেকর্ড ভেঙেছিলেন তিনি। প্রথম প্রধানমন্ত্রী হিসেবে হনুমানজির আশীর্বাদ নেওয়ার জন্য হনুমান গড়ীর যাত্রা করেছিলেন।
মোদী এমন একজন নেতা যিনি সমাজমাধ্যমেও ভীষণ জনপ্রিয়। ২০২৩ সালে যেমন একটি বিরাট নজির গড়েছিলেন তিনি। সমগ্র বিশ্বের প্রথম নেতা হিসেবে ইউটিউবে ২ কোটি সাবস্ক্রাইবারের নজির গড়েছিলেন তিনি। তবে শুধু সাবস্ক্রাইবারের সংখ্যা নয়, ভিউজের নিরিখেও এই বিশ্বের তাবড় তাবড় নেতাদের পিছনে ফেলে দিয়েছিলেন ‘নমো’।
এদিকে ২০২৪ লোকসভা ভোটে জেতার সঙ্গেই আরও ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী পদে আসীন হতে চলেছেন মোদী। সেই সঙ্গেই রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং চিনের শি জিনপিংয়ের পর তৃতীয় নেতা হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় জি-২০ নেতা থাকার নজির স্পর্শ করে ফেলবেন তিনি। ২০১৪ সালের ২৬ মে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ৬ জুন ২০২৪ অবধি ৩৬৬৪ দিন এই পদে কাজ করেছেন ‘নমো’। এর আগে উনি জি-২০ এর তৃতীয় সবচেয়ে দীর্ঘ সময় অবধি কাজ করা নেতা ছিলেন মোদী। এবার নিজের সেই রেকর্ড আরও এগিয়ে নিয়ে যাবেন তিনি
তবে শুধু এইগুলিই নয়, নরেন্দ্র মোদীর ঝুলিতে আরও বহু রেকর্ড রয়েছে। ২০২৩ সালে উনি যখন কুমাউ গিয়েছিলেন, সেই সময় একটি বিশ্ব রেকর্ড গড়েছিলেন। এছাড়াও আরও বেশ কয়েকটি অনন্য রেকর্ড রয়েছে ‘নমো’র ঝুলিতে। আগামীদিনে তাঁর রেকর্ডের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে অনুগামীরা।