‘পঞ্চায়েত’ সিরিজের ‘বনরাকস’ আসলে কে জানেন? একসময় বাধ্য হয়ে অভিনয় করেছেন পর্ন ফিল্মেও

বাংলা হান্ট ডেস্ক: মুক্তির পর থেকেই  সারা দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে পঞ্চায়েত সিজন ৩ (Panchayat 3)। দর্শকদের কাছে পঞ্চায়েত এমন একটা ওয়েব সিরিজ যার গল্প, চিত্রনাট্য কিংবা অভিনয় তো বটেই সেইসাথে বেশি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই ওয়েব সিরিজের সংলাপ। এছাড়াও সিনেমাপ্রেমীদের মন ছুঁয়েছে সিজন ৩-এ দেখানো ক্যামেরার অ্যাঙ্গেল এবং বিভিন্ন দৃশ্যের দৃশ্যায়ন-ও।

বিগত দু’দুটো সিজনে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর সেই কবে থেকে পঞ্চায়েত ৩ মুক্তির অপেক্ষায় ছিলেন দর্শক। অবশেষে ২৮ মে  আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে পঞ্চায়েত ৩। আর এই সিরিজ  মুক্তি পাওয়ার পর থেকেই দেশ জুড়ে তা নিয়ে শুরু হয়েছে বিরাট মাতামাতি। আগের দুটো সিজনের মতো এই নতুন সিজনেও পঞ্চায়েতের প্রতিটি চরিত্র বিশেষ জায়গা করে নিয়েছে দর্শকদের মনে।

   

যাদের মধ্যে অন্যতম হলেন ‘বানরাকস’ (Banraks) অর্থাৎ চন্দন কুমার ভূষণ। পর্দায় এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দুর্গেশ কুমার (Durgesh Kumar)। ফুলেরা গ্রামের পঞ্চায়েত প্রধান বিরোধী এই ভূষণকে সবাই বলছেন ‘বিরোধী হলে এমন হও’। প্রথম সিজনে তাঁর  চরিত্রটি মাত্র একদিনের ছিল। সেসময় তার চরিত্রটি   প্রায় আড়াই ঘণ্টা ধরে শুটিং করা হয়েছিল। পরে পরিচালক দীপক কুমার মিশ্র ও চিত্রনাট্যকার এই মিলে সিদ্ধান্ত নেন এই বানরাকস চরিত্রটিকে আরও বাড়ানো হবে।

আরও পড়ুন: স্টার জলসার দর্শকদের মাথায় হাত! ভালো TRP পেয়েও নতুন সিরিয়ালের কোপে শেষ হচ্ছে এই জনপ্রিয় মেগা

তার জন্য অভিনেতা দুর্গেশ কুমার পরিচালকের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। একটা সময় ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পাশ করার পর একটা সুযোগ পাওয়ার জন্য বছরের পর বছর ধরে স্ট্রাগল করেছিলেন তিনি। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে  ২০১৬ সালের ২৮ মে মুম্বইয়ে আসার পর সেসময় তিনি বহু কাস্টিং ডিরেক্টরদের দরজায় দরজায় ঘুরেছেন। অডিশনের পর অডিশন দিয়ে, এমনকি কাস্টিং ডিরেক্টরদের পায়ে পড়েও পাননি একটা সুযোগ।

Banraks 1

তাই যারা অভিনয়কে পেশা হিসাবে বেছে নিতে চাইছেন তাদের ভেবেচিন্তা এই পেশায় আসার পরামর্শ দিয়েছেন দুর্গেশ। সেইসাথে তিনি জানিয়েছেন বিগত ১১ বছরে তিনি নিজে নাকি দুবার ডিপ্রেশনের শিকার হয়েছেন। এমনকি কাজের অভাবে একটা সময় তিনি সফ্ট পর্ন ফিল্মেও কাজ করেছিলেন বলে জানা যায়। এপ্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, ‘অভিনয় ছাড়া আমি থাকতে পারব না। যা পেয়েছি তাই করেছি। নিজের দক্ষতার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর