সর্বনাশ! আপনার ফোন হ্যাক হয়নি তো? বলে দেবে ৫টি লক্ষণ, না জানলে আপনারই ক্ষতি!

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে আমরা এমন একটি সময় বাস করছি যাকে বলা হয় প্রযুক্তির যুগ। আর এই প্রযুক্তি আজ আমাদের মানুষ থেকে ডিজিটাল মানুষে রূপান্তরিত করেছে। তবে এই প্রযুক্তি যেমন সকলের জীবন সহজলভ্য করে তুলছে তেমনি আবার মানুষকে ফকিরও করে ছাড়ছে। বলা চলে বিজ্ঞানের আশীর্বাদ কিছুটা অভিশাপ রূপে কাজ করে। সেই অভিশাপের নাম হচ্ছে “হ্যাক” (Phone Hack)। হ্যাকিংয়ের এই জগতে প্রবেশ করলে জীবন ধ্বংস। কারণ আজ ডিজিটাল প্রতারণা মানুষকে কয়েক সেকেন্ডের মধ্যে সর্বহারা করে ছাড়ছে।

ফোন হ্যাক (Phone Hack) হয়েছে কিনা বুঝবেন কীভাবে?

এই হ্যাকিং শব্দটি কানে ঢুকলেই সকলের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। প্রায় নিত্যদিন সংবাদের শিরোনামে এই হ্যাকিংয়ের চর্চা উঠে আসে। প্রতারকরা ফোন হ্যাক (Phone Hack) করে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস করা থেকে শুরু করে, জমানো মূলধন সমস্ত কিছু ফাঁকা করে দেয়। কিন্তু এখন প্রশ্ন, আপনার ফোন হ্যাক (Phone Hack) হয়েছে বুঝবেন কি করে? বিশেষজ্ঞদের মতে ফোনের এই ৫টি লক্ষণ বলে দেবে আপনার ফোন হ্যাক (Phone Hack) হয়েছে কিনা। প্রতিটি ফোন ব্যবহারকারীদের এই লক্ষণ গুলি সম্পর্কে জেনে রাখা উচিত।

ফোন হ্যাক (Phone Hack) হয়ে যাওয়ার ৫টি লক্ষণ:

১) ফোনের ব্যাটারি:
আপনার ফোনে কোন দ্বিতীয় ব্যক্তি আড়ালে ফাঁদ পেতে বসে আছে কিনা তা বুঝতে পারবেন ফোনের ব্যাটারির মাধ্যমে। বিশেষজ্ঞদের মতে, যদি আপনি ফোনে ঘন ঘন চার্জ দেন কিন্তু ফোন ব্যবহার না করার পরও দ্রুত চার্জ কাটে তাহলে সে ক্ষেত্রে সতর্ক হোন। এটা আপনার ফোন হ্যাক (Phone Hack) হওয়ার অন্যতম লক্ষণ।

২) বিজ্ঞাপন:
যদি দেখেন হঠাৎ করে অদ্ভুত সব বিজ্ঞাপন আসছে তাহলে একটু সতর্ক হয়ে যান। এগুলোকে মূলত বলে, পপ আপ বিজ্ঞাপন। যদি দেখেন ব্রাউজার ব্যবহার করার সময়ে এমন কোন অদ্ভুত বিজ্ঞাপন আসছে, যেগুলি হয়তো এর আগে কখনোই আসেনি। এইসব বিজ্ঞাপনে দেখলে বুঝতে পারেন থার্ড পার্টি আপনার ফোন হ্যাক করেছে।

৩) ফোন গরম হয়ে যাওয়া:
ফোন হ্যাকের (Phone Hack) সবথেকে বড় একটি লক্ষণ হচ্ছে ফোন গরম হয়ে যাওয়া। ফোন ঘাটলে ফোনে গেম খেললে ফোন গরম হওয়াটা স্বাভাবিক। কিন্তু যদি দেখেন ফোন ব্যবহার না করার পরও ক্রমাগত ফোন গরম হয়ে যাচ্ছে, তাহলে বুঝে নিন এর পিছনে হ্যাকারদের কারসাজি রয়েছে।

আরও পড়ুন: প্রত্যন্ত গ্রাম থেকে শুরু সফর! প্রথম প্রচেষ্টায় বাজিমাত UPSC-তে, ২২ বছর বয়সে IAS হলেন সুলোচনা

৪) নতুন অ্যাপ এর আবির্ভাব:
অনেক সময় দেখা যায় ফোনে বিভিন্ন অ্যাপ ডাউনলোড হয়ে গিয়েছে। কিন্তু সেই অ্যাপগুলি আপনি ডাউনলোড করেননি কিংবা তার সম্পর্কে আপনার কোন ধারণাই নেই। এমনটা যদি ঘটে তাহলে বুঝতে হবে প্রতারকদের ফাঁদে পড়েছেন আপনি। বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাপগুলি আপনার মোবাইলে ম্যালওয়্যার ভর্তি করে। আর এর মাধ্যমে হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে।

Phone hack

৫) ফোনে অস্বাভাবিক কার্যকলাপ:
এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে আপনার ফোন অস্বাভাবিকভাবে কাজ করা। যেমন ধরুন আপনার সমাজ মাধ্যমে ভুলভাল পোস্ট করা, কিংবা ব্যাংকিং লেনদেনও অস্বাভাবিকভাবে হচ্ছে। সাইবার বিশেষজ্ঞদের মতে এই সমস্ত কাজ হ্যাকাররাই করে। আর যদি বোঝেন আপনার ফোন হ্যাক হয়ে গেছে তৎক্ষণাৎ আপনার ব্যাঙ্কিং পাসওয়ার্ড থেকে শুরু করে যাবতীয় ব্যক্তিগত তথ্যের পাসওয়ার্ড বদলে দিন।

এছাড়াও আরো বিশিষ্ট কয়েকটি লক্ষণ আপনাদের জানিয়ে রাখি সেগুলি হচ্ছে- হঠাৎ করে অতিরিক্ত ডেটা খরচ, ফোনে রেসপন্স টাইম স্লো হয়ে যাওয়া ইত্যাদি। এমন সমস্যার সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান এবং ফোনের যাবতীয় তথ্য তৎক্ষণাৎ বদলে ফেলার চেষ্টা করুন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর