শুধু সুদের টাকাই ৪.৫ লক্ষ! রয়েছে কর ছাড়, পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে না জানলেই বিরাট লস

বাংলা হান্ট ডেস্ক: দরিদ্র থেকে মধ্যবিত্ত সমস্ত শ্রেণীর মানুষের জন্য অত্যন্ত ভরসাযোগ্য একটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান হল পোস্ট অফিস। এই পোস্ট অফিসের এমন একটি স্কিম রয়েছে যেখানে  পাঁচ বছরের জন্য ভালো টাকা বিনিয়োগ করা করা যেতে পারে। শুধু তাই নয় এই ক্রিমে বিনিয়োগ করে সুদ-ও পাওয়া যায় চড়া হারে।  এছাড়াও রয়েছে কর ছাড়ের সুবিধা। পোস্ট অফিসের এই জনপ্রিয় স্কিমটির নাম হল টাইম ডিপোজিট স্কিম।

যেখানে ৫ বছরের জন্য টাকা বিনিয়োগ করে ৪ লক্ষ ৫০ হাজার টাকা শুধুই সুদ হিসাবে পাওয়া যাবে। এই স্কিমটি মূলত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অন্তর্ভুক্ত। এই প্রকল্পে  বিনিয়োগকারীরা নির্দিষ্ট মেয়েদে অনেক টাকা বিনিয়োগ করতে পারেন। আর সেই বিনিয়োগ করা টাকার উপর যে সুদ পাওয়া যায় তা নির্দিষ্ট সময় মতো তুলেও নেওয়া যেতে পারে।

   

এই স্কিমটি  অনেকের কাছেই পোস্ট অফিস এফডি স্কিম নামেও পরিচিত। বিনিয়োগকারীদের সুবিধার জন্য মোট চারটি মেয়াদে এই স্কিমে টাকা রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে প্রতিটি ক্ষেত্রে সুদের হার আলাদা হয়ে থাকে। তাই এই স্কিমে যারা এক বছরের জন্য টাকা রাখবেন তারা ৬.৯ শতাংশ হারে সুদ পাবেন। যদি কেউ দু’বছরের জন্য এই প্রকল্পে টাকা রাখেন তাহলে তাদের সুদের হার হবে ৭ শতাংশ । একইভাবে তিন বছরের জন্য পোস্ট অফিস স্কিমে  টাকা রাখলে সুদ হিসেবে পাওয়া যাবে ৭.১ শতাংশ।

আরও পড়ুন: দিঘায় এবার নতুন পরিষেবা! রথের আগেই পর্যটকদের জন্য যুগান্তকারী উদ্যোগ

কিন্তু এই স্কিমে কেউ যদি পাঁচ বছরের জন্য টাকা জমিয়ে রাখেন তাহলে তিনি ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। সবচেয়ে মজার বিষয় হল এই পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে বিনিয়োগকারীরা সিঙ্গেল অ্যাকাউন্ট ছাড়াও একইসঙ্গে তিনজন বিনিয়োগকারীও যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়া এই স্কিমে বিনিয়োগকারীরা ন্যূনতম ১০০০ টাকা দিয়েও বিনিয়োগ শুরু করতে পারেন। তবে বিনিয়োগের সর্বোচ্চ পরিমাণের ক্ষেত্রে কোন সীমা নেই।

post office 1

পাঁচ বছরের মেয়াদে এই স্কিমে আয়কর আওতায় দেড় লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক কর ছাড় দেওয়া হয়ে থাকে। তবে কেউ চাইলে ছয় মাসের আগে এই স্কিমের টাকা কিন্তু তুলতে পারবেন না। এই প্রকল্পের নিয়ম অনুযায়ী কোন বিনিয়োগকারী যদি প্রতিদিন ২৭৭৮ টাকা করে এই স্কিমে বিনিয়োগ করেন এবং এক বছর পর কমপক্ষে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করার পর তিনি শুধুমাত্র সুদ বাবদ পাবেন ৪ লক্ষ ৫০ হাজার টাকা। আর পাঁচ বছরের ক্ষেত্রে তাঁর মোট টাকার পরিমাণ দাঁড়াবে ১৪,৪৯,৯৪৮ টাকা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর