বাংলা হান্ট ডেস্ক: অভিনয়ের সুবাদেই দেশজোড়া নাম-যশ-খ্যাতির পাশাপাশি প্রচুর অর্থ উপার্জন করেন আমাদের দেশের নামি-দামি বহু তারকারা। তাই তাঁদের অর্থ সম্পত্তি কোনো কোটিপতিদের থেকে কোন অংশে কম নয়। এখন প্রশ্ন হল আমাদের দেশের সবথেকে ধনী অভিনেতা (Richest Actor) কে?
ভারতের সবথেকে ধনী অভিনেতা (Richest Actor) কে?
জানলে অবাক হবেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন কিংবা দক্ষিণের থালাইভা রজনীকান্ত নন আমাদের দেশে এমন একজন ধনী অভিনেতা (Richest Actor) রয়েছেন যার সম্পত্তির পরিমাণ ছাপিয়ে গিয়েছে সব্বাইকে। তিনি আর কেউ নন খোদ বলিউড বাদশা শাহরুখ খান। সূত্রের খবর বর্তমানে কিং খানের মোট সম্পত্তির পরিমাণ ৬৩০০ কোটি টাকা।
আজ পর্যন্ত যার ধারে কাছে পৌঁছাতে পারেননি কোনো তারকা। কিছুদিন আগেই বক্স অফিসে দারুন ব্যবসা করেছে অভিনেতার দু’দুটি কামব্যাক সিনেমা ‘পাঠান’ এবং ‘জওয়ান’। এই দুটি সিনেমাই বিশ্বজুড়ে মোট ২০০০ কোটি টাকার ব্যবসা করেছে। এই মুহূর্তে শাহরুখই হলেন আমাদের দেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা (Richest Actor)।
কিং খানের পরেই এই তালিকায় রয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। বর্তমানে সালমানের মোট সম্পত্তির পরিমাণ ২৯০০ কোটি। তাঁর সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘টাইগার থ্রি’ গোটা বিশ্বজুড়ে ৪৬৬ কোটির ব্যবসা করেছে। বলিউডের বড়লোক হিরোদের এই তালিকায় পিছিয়ে নেই ‘খিলাড়ি’ অক্ষয় কুমারও। জানা যাচ্ছে, অক্কির মোট সম্পত্তির পরিমাণ ২৫০০কোটি। গতবছর অর্থাৎ ২০২৩ সালে তাঁর অভিনীত কোনো সিনেমাই সেভাবে হিট করেনি।
আরও পড়ুন: অগ্নিগর্ভ বাংলাদেশ! গণপিটুনিতে মৃত্যু শ্রাবন্তী-কৌশানির নায়ক শান্ত খান ও তার বাবার
তবে খানিকটা হলেও অভিনেতাকে ভরাডুবির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে ‘ও মাই গড ২’ সিনেমা। এই ছবিটি বিশ্বজুড়ে মোট ২২১ কোটির ব্যবসা করেছে। এরপরেই এই তালিকায় রয়েছেন আমির খান। জানা যাচ্ছে এই অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ১৮৬২ কোটি টাকা। ‘লাল সিং চড্ডা’ সফল হয়নি ঠিকই। তবে, আপাতত তিনি অপেক্ষায় আছেন ‘সিতারে জমিন পর’ সিনেমা মুক্তির দিকে। ছবিটি এই সালেই মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।
অবাক করবে দক্ষিণী সুপারস্টারেদের সম্পত্তির পরিমাণও। তামিল সুপারস্টার বিজয়ের মোট সম্পত্তির পরিমাণ ৪৭৪ কোটি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘লিও’ বিশ্বজুড়ে ব্যবসা করেছে ৬১২ কোটি টাকার। কম নন দক্ষিণের থালাইভা রজনীকান্ত-ও। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৩০কোটি টাকা। সদ্য মুক্তি পাওয়া জেইলরই নাকি মোট ১১০ কোটির ব্যবসা করেছে।