বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরশুমে সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য এসে গেল এক দারুন সুখবর। জানা যাচ্ছে দোলের আগেই সরকারি কর্মচারীদের বেতন সংক্রান্ত এক বড় ঘোষণা হয়ে গেল এই রাজ্যে। যার ফলে এবার এই সমস্ত সরকারি কর্মচারীরা, প্রত্যেক মাসে অতিরিক্ত ২৪৩৪ টাকা বেতন পেতে চলেছেন। যা নিয়ে ইতিমধ্যেই সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। জানা যাচ্ছে, আউটসোর্সিং কর্মচারী ও শ্রমিকদের ন্যূনতম মজুরিতে এই বেতন বাড়তে চলেছে।
বেতন বাড়ছে সরকারি কর্মীদের (Government Employees)
সম্প্রতি মধ্যপ্রদেশের আউটসোর্সিং কর্মচারী ও শ্রমিকদের ন্যূনতম বেতন বৃদ্ধির নির্দেশ দিয়েছে ইন্দোর হাইকোর্ট। আদালতের এই সিদ্ধান্তের পরেই এবার দ্রুত পদক্ষেপ নিল মধ্যপ্রদেশ সরকার। জানা যাচ্ছে, শ্রম বিভাগের তরফে বৃহস্পতিবার বেতন বৃদ্ধির এই নির্দেশ জারি করা হয়েছে। যার ফলে এবার একধাক্কায় মধ্যপ্রদেশের সরকারি কর্মীদের (Government Employees) বেতন বৃদ্ধি পাচ্ছে অনেকটা।
জানা যাচ্ছে, এবার থেকে এই রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী ও শ্রমিকরা (Government Employees) প্রত্যেক মাসে ২,৪৩৪ টাকা অতিরিক্ত বেতন পেতে চলেছেন। ঘোষণা অনুযায়ী তাঁরা প্রত্যেকে ২০২৫ সালের মার্চ মাস থেকে এই সুবিধা পাবেন। রাজ্য সরকারের বেতন বৃদ্ধির এই সিদ্ধান্তে আগামীদিনে রাজ্যের মোট ২১ লক্ষ আউটসোর্সড কর্মচারী এবং শ্রমিক উপকৃত হতে চলেছেন। এরফলে প্রত্যেক মাসে তাঁদের বেতন ১৬২৫ টাকা থেকে বেড়ে হবে ২৪৩৪ টাকা।
আরও পড়ুন: ভুতুড়ে ভোটার কাণ্ডে তোলপাড়! ভারতের ভোটার লিস্টে ৫ বাংলাদেশি!
উল্লেখ্য শ্রমবিভাগের তরফে বেতন বৃদ্ধির এই আদেশ জারি করলেও এখনও পর্যন্ত ১১ মাসের বকেয়া সম্পর্কে কোনো কিছু খোলসা করা হয়নি। তবে আশা করা হচ্ছে, আউটসোর্সার এবং শ্রমিক ইউনিয়নগুলি শুধু ২০২৪ সালের এপ্রিল থেকে বর্ধিত মজুরি এবং বকেয়া পরিশোধ করবে।গত মাসেই অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ইন্দোর হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর, এবার এই পদক্ষেপ নিল রাজ্যের শ্রম বিভাগ।
আদালতের তরফে রাজ্য সরকারকে টেক্সটাইল শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য একটি ন্যূনতম পৃথক মজুরি নির্ধারণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে এই শিল্পগুলিতে নিযুক্ত প্রায় ৪ লক্ষ শ্রমিককে ওই বর্ধিত হারে মজুরির পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত ইতিপূর্বে, আউটসোর্সড কর্মচারী ও শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তির বিরুদ্ধে এমপি টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের তরফে একটি আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট।