দ্বিতীয় সূর্যগ্রহণ কবে? ভারতে দেখা যাবে কতক্ষণ? এখনই জানুন দিন-তারিখসহ সূতককাল

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে অর্থাৎ ২০২৪ সালে মোট দুটো সূর্যগ্রহণ দেখা যাবে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ। এবছর প্রথম সূর্যগ্রহণ ছিল ৮ এপ্রিল। জানা যাচ্ছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে চলতি বছরের প্রায় শেষে, অর্থাৎ ২ অক্টোবর।

এই দিনটি সর্ব পিতৃ অমাবস্যা। আসলে আশ্বিন মাসে যে অমাবস্যা হয়য় তা সর্ব পিতৃ অমাবস্যা নামে পরিচিত। হিন্দুশাস্ত্রে এই দিনটির বিশেষ গুরুত্ব-ও রয়েছে। আসলে এই দিনটি পিতৃপক্ষের শেষ দিন। বিশ্বাস করা হয় এই বিশেষ দিনে, পূর্বপুরুষদের বিদায় দেওয়া হয়। সর্ব পিতৃ মোক্ষ অমাবস্যায়, সূর্যগ্রহণ শুরু হবে ২ অক্টোবর রাত ৯টা ১৩ মিনিটে এবং শেষ হবে ৩টে ১৭ মিনিটে। অর্থাৎ দিন সূর্যগ্রহণের মোট সময়কাল হবে ৬ ঘণ্টা ৪ মিনিট।

২০২৪ সালের এই দ্বিতীয় সূর্যগ্রহণ হবে বৃত্তাকার সূর্যগ্রহণ। তাই এই ধরণের সূর্যগ্রহণকে রিং অব ফায়ারও বলা হয়। যখন চাঁদ সরাসরি পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে যায়, তখন এটি সূর্যকে পুরোপুরি ঢেকে রাখতে সক্ষম হয় না এবং একটি সোনার বলয় তৈরি করে তাই একে বলে রিং অব ফায়ার-ও বলা হয়।

খালি চোখে সূর্যগ্রহণ দেখা অত্যন্ত ক্ষতিকর। এমনিতে জ্যোতির্বিজ্ঞানে সূর্যগ্রহণ মানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। একইসাথে হিন্দু ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পাশাপাশি, জ্যোতিষ মতে গ্রহণের সূতককালে কিছু কাজ তথা আচরণ সম্পূর্ণ বর্জনীয়।সাধারণত গ্রহণের ঠিক ১২ ঘণ্টা আগে থেকে শুরু হয় সূতককাল।

আরও পড়ুন: আজকের রাশিফল ৪ জুন, প্রেমের জীবনে খুশির জোয়ার এই চার রাশির

জ্যোতিষ মতে গ্রহণ যে দেশ থেকে দেখা যাবে না সেই দেশে সূতককালে পালনীয় নিয়ম, আচার অনুষ্ঠান পালন না করলেও ক্ষতি নেই বলে মত জ্যোতিষীর। আর এই দ্বিতীয় সূর্যগ্রহণ রাতে হওয়ায় এবার তা ভারত থেকে আর দেখা যাবে না। তাই ভারতে ঐদিন এই সমস্ত আচার না মানলেও কোনো ক্ষতি হবে না

Sun 1

তবে ভারতে সূর্যগ্রহণ দেখা না গেলেও বিশ্বের অনেক দেশেই তা দেখা যাবে। যার মধ্যে রয়েছে নিউজিল্যান্ড, অ্যান্টার্কটিকা, আর্জেন্টিনা,প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আমেরিকার বিস্তীর্ন উত্তরাঞ্চল, আর্কটিক, ব্রাজিল, চিলি, পেরু, ফিজি, পেরু, হনলুলু, বুয়েনস আইরেস মতো এলাকা।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর