বাংলা হান্ট ডেস্কঃ চৈত্রের শেষ বেলায় রাজ্যজুড়ে যেন আগুন ঢালছে সূর্যদেব। বেলা বাড়ার সাথে সাথেই শুরু হচ্ছে তীব্র দহন। কোথাও-কোথাও তো এখন থেকেই তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রির কাছাকাছি। তাই আগামী দিনগুলোর কথা ভেবে এখন থেকেই সিউরে উঠছেন আট থেকে আশি সকলেই। তবে এই অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে,আবহাওয়ার খামখেয়ালিপনায় নতুন করে আরও একবার বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)।
কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (South Bengal Weather)?
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে উত্তরবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার ফলে, এবার বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে চলেছে রাজ্যে। তাই ক্ষণিকের জন্য হলেও খুব তাড়াতাড়ি গরমের হাত থেকে রেহাই পেতে চলেছেন রাজ্যবাসী (South Bengal Weather)। জানা যাচ্ছে,আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় বজ্রবিদ্যুৎসহ তুমুল ঝড়-বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। এছাড়া বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। বৃষ্টির আগমনের সাথেই আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে তাপমাত্রা।
আরও পড়ুন: টানা ৬ দিন ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, আজ ভিজবে এই সাত জেলা: আবহাওয়ার খবর
পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পুরুলিয়া,বাঁকুড়া,দুই ২৪ পরগণা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,দুই বর্ধমান, হাওড়া,হুগলি এবং নদিয়া জেলায়। এরপর আগামী ৫ এপ্রিল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়।
দক্ষিণবঙ্গবাসী আপাতত স্বস্তির খবর পেলেও নিস্তার নেই উত্তরবঙ্গবাসীর। আগামীকালও উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। তবে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট বলছে, সপ্তাহের শেষে অর্থাৎ রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হওয়ার গতিবেগ থাকতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা।