বৃষ্টির পরেই এবার রোদের ছ্যাঁকা! গরমে আবার ছারখার হবে রাজ্য, রইল আবহাওয়ার আগাম খবর

বাংলা হান্ট ডেস্কঃ বৃষ্টির আগমনে কয়েক দিন বসন্তের মনোরম আবহাওয়া চুটিয়ে উপভোগ করেছেন বঙ্গবাসী। একধাক্কায় রাজ্যের (South Bengal Weather) আবহাওয়ায় এসেছিল বিরাট বদল। আচমকাই হুড়মুড়িয়ে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ায় জেলায় জেলায় সকাল-সন্ধ্যা ছিল হালকা শীতের আমেজ। তবে আগেই জানানো হয়েছিল এই আরামদায়ক আবহাওয়া স্থায়ী হবে না বেশি দিন। সেই পূর্বাভাস কে সত্যি করেই চলতি সপ্তাহের শুরু থেকেই আবার বাড়তে শুরু করেছে গরমের দাপট। রীতিমতো আগুন ঝরাচ্ছে সূর্যদেব। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী দিনে ধীরে ধীরে আরো ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)?

প্রসঙ্গত সোমবার থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলায় আমূল পাল্টে গিয়েছে তাপমাত্রা। আজ শুধুমাত্র রাজ্যের দুই উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য জেলা গুলিতে বৃষ্টিপাত হওয়ার কোন সম্ভাবনা নেই। মঙ্গলবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর কোনো কোনো জেলায় ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।

আরও পড়ুন: একধাক্কায় বাড়বে ৫ ডিগ্রি তাপমাত্রা! দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি কবে? একনজরে আবহাওয়ার খবর

প্রসঙ্গত দুর্যোগপূর্ণ আবহাওয়ায় থাকায় বিগত কয়েকদিনে কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। ঝড়বৃষ্টির জেরে স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিচে নেমেছিল কলকাতার তাপমাত্রা। যদিও সপ্তাহের প্রথম দিন থেকেই অবস্থা আবার যেই কে সেই! আজ আবার আরও খানিকটা বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত শহর কলকাতাতেও বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

South Bengal Weather

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও, বিগত কয়েকদিনে বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। শীত বিদায়ের পরেও আবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা বেশ খানিকটা কমে গিয়েছিল। তবে এবার দক্ষিণবঙ্গেও গ্রীষ্মের আগমন ঘটতে চলেছে। জানা যাচ্ছে, আছে চলতি সপ্তাহ থেকেই উত্তরের জেলাগুলিতে আবার বাড়বে তাপমাত্রা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর