বাংলা হান্ট ডেস্কঃ ভরা মাঘ মাসেও রাজ্যজুড়ে (South Bengal Weather) উধাও শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সরস্বতী পুজোতে কনকনে ঠাণ্ডা তো দূর, থাকবে না শীতের লেশমাত্র! জানুয়ারি মাস শেষ হতে না হতেই রাজ্যজুড়ে শীতের বিরাট বিভ্রাট। তাই এবছরের মতো শীতের মরশুম এবার প্রায় শেষের পথে। ধীরে ধীরে আরও গরম বাড়বে কলকাতায়।
রাজ্যজুড়ে (South Bengal Weather) ফিকে শীতের মরশুম
আলীপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ কলকাতায় (South Bengal Weather) তাপমাত্রার পারদ পৌঁছেছে ২১ ডিগ্রির ঘরে। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। অন্যদিকে মেদিনীপুরের তাপমাত্রা রয়েছে ১৮ ডিগ্রির ঘরে। আর বাঁকুড়া-বীরভূমে শীতের পারদ আজ পৌঁছেছে ১৬ ডিগ্রিতে।
বৃহস্পতিবার সকাল থেকে অনেকটাই ফিকে হয়েছে শীতের আমেজ। দিনভর মেঘলা আবহাওয়ায় দেখা মিলল না রোদের। গায়েব হয়েছে শীতের শিরশিরানি হাওয়াও। এরই মধ্যে চোখ রাঙাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। তাও আবার একটি নয় আসছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। জানা যাচ্ছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উত্তর-পশ্চিম ভারতে দু’দুটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। যার প্রভাব পড়বে রাজ্যের (South Bengal Weather) আবহাওয়ায়। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের মোট ১২টি জেলায় জারি করা হয়েছে ঘন কুয়াশার সতর্কতা।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা! আজ বৃষ্টি এই দুই জেলায়: আবহাওয়ার খবর
এখন শীতের অকাল বিদায় শুধু সময়ের অপেক্ষা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করেই বাড়ছে গরম। তাই মনে করা হচ্ছে, এবার সরস্বতী পুজোর আগেই তুলে রাখতে হবে সোয়েটার-টুপি। আবহাওয়াবিদরাও জানাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আরও ফিকে হবে শীতের আমেজ। চলতি সপ্তাহের শেষে অর্থাৎ শনি-রবিবার নাগাদ আরও বাড়তে চলেছে তাপমাত্রা।
অনুমান করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও পৌঁছে যেতে পারে। যদিও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সামান্য হলেও শীতের পরশ মিলতে পারে। তবে তা দীর্ঘস্থায়ী হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের ছয় জেলায় থাকবে কুয়াশার দাপট। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় থাকবে ঘন কুয়াশা। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারে।