বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য জুড়ে শীতের মরশুম প্রায় শেষের পথে। দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে এবার পাততাড়ি গুটিয়ে শীতের বিদায় নেওয়ার পালা। এবারের সরস্বতী পুজোতেও দেখা মিলল না শীতের। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে ভ্যাপসা গরমে কাটলো বাঙালির ‘ভ্যালেন্টাইন্স ডে’। ইতিমোধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই পাকাপাকিভাবে বিদায় নেবে শীত। তার আগেই চলতি বছরে শেষবারের মতো আরও একবার শীতের আমেজ উপভোগ করলেন রাজ্যবাসী।
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) কেমন থাকবে আবহাওয়া?
মঙ্গলবার থেকেই এক ধাক্কায় তাপমাত্রা কমল ২ থেকে ৪ ডিগ্রি। তবে শীতের নতুন ইনিংস শুরু হলেও আবহাওয়াদরা মনে জানাচ্ছেন এই শীতের কামড় হবে ক্ষণস্থায়ী। সোমবার সরস্বতী পুজোর দ্বিতীয় দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। সেদিক দিয়ে তুলনামূলকভাবে মঙ্গলবার অনেকটাই কমল শীতের পারদ। আজ এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা কমে গিয়েছে পাঁচ ডিগ্রি। তবে আজ ভোরে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রী, যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই সপ্তাহ জুড়ে শীতের এমন লুকোচুরি চলবে। তবে আগামীকাল বুধবার তাপমাত্রা আরও খানিকটা কমলেও বৃহস্পতিবার থেকে আবার উর্ধ্বমুখী হবে পারদ। তাই আপাতত শীতের আমেজ থাকলেও আগামী দিনে আবার দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তারপর আবার সপ্তাহের শেষে তাপমাত্রা সামান্য কমে যেতে পারে তাপমাত্রা। তবে হালকা শীতের আমেজ অনুভূত হলেও জাঁকিয়ে শীত পড়ার আর কোনো সম্ভাবনা নেই।
আরও পড়ুন: ৩ ডিগ্রি তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গে! আজ বৃষ্টি কোন কোন জেলায়? আবহাওয়ার খবর
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, একের পর এক পশ্চিমী ঝঞ্জাই শীতের প্রবেশপথে কাঁটা হয়ে উঠেছে। তাই অকালেই রাজ্যজুড়ে (South Bengal Weather) তৈরি হয়েছে গ্রীষ্মের আমেজ। উত্তর-পশ্চিম ভারতে এই মুহূর্তে রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। আগামী ৮ই ফেব্রুয়ারি আসছে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা। এছাড়া উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। সঙ্গে দোসর হয়েছে অসম-রাজস্থানের জোড়া ঘূর্ণাবর্ত। এসবের ফলে উত্তুরে হাওয়া বারবার বাঁধা পাচ্ছে। যার ফলে কিছুতেই চওড়া হতে পারছে না শীতের স্পেল।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আপাতত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সর্বত্র থাকবে শুষ্ক আবহাওয়া। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা। বৃহস্পতিবার কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। এছাড়াও উত্তরবঙ্গের চার জেলাতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। যার মধ্যে অন্যতম দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। প্রতিটি জেলায় সকালের দিকে থাকবে ঘন কুয়াশা। যার ফলে কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে।