বাংলা হান্ট ডেস্কঃ এভাবেও ফিরে আসা যায়! শীত বিদায়ের পরেই রাজ্য জুড়ে হালকা শীতের আমেজ দেখে একথাই বলছেন বঙ্গবাসী (South Bengal Weather)। বিগত কয়েকদিন ধরে লেগেই রয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা। কখনও ঠান্ডা আবার কখনও গরম নিয়েই চলছে আবহাওয়ার মুড সুইং। এরইমধ্যে হাওয়া অফিসে সূত্রে এল বিরাট আপডেট।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়া
পূর্বাভাসকে সত্যি করে ইতিমধ্যেই একধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। ভোর থেকেই বাইরে শিরশিরানি ঠান্ডা হাওয়া বইছে। দোলের আগে আবার ফিরেছে শীতের আমেজ। জানা যাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় আরও কমবে তাপমাত্রা। তবে তা হবে ক্ষণস্থায়ী। হাওয়া অফিস সূত্রে খবর, দোল যাত্রার পর থেকেই আবার বাড়বে তাপমাত্রা। উষ্ণতার পারদ চড়তেই বাড়বে গরম। তবে আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া শুকনো থাকায় আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে দিনের বেলায় গরমের দাপট বাড়লেও বিকাল গড়াতেই ফিরবে অত্যন্ত মনোরম আবহাওয়া। যা বজায় থাকবে ভোররাত অবধি।
হাওয়া অফিসের পূর্বাভাস আগামী ৯ই মার্চ রবিবার আসবে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা। এছাড়াও আসামে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমেছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমতে পারে আরও। দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) আপাতত রয়েছে মেঘমুক্ত পরিষ্কার আকাশ।চলতি সপ্তাহে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে জানা যাচ্ছে, সপ্তাহের শেষে আবার বাড়বে তাপমাত্রা। পূর্বাভাস বলছে চলতি সপ্তাহেই কলকাতার দিনের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। তবে জেলায় জেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আবহাওয়ার বড় বদল দক্ষিণবঙ্গে! তাপমাত্রা কতটা নামবে? আবহাওয়ার খবর
কলকাতায় গরম পড়লেও রাতে এবং ভোরের দিকে থাকছে অত্যন্ত মনোরম আবহাওয়া। বেলার দিকে উষ্ণতা বাড়লেও বিকেলের পর আবার ফিরছে নাতিশীতোষ্ণ আবহাওয়া। যাকে বলে একেবারে বসন্তকাল। দিন ও রাতের তাপমাত্রা থাকছে স্বাভাবিকের সামান্য নিচে। তবে সপ্তাহের শেষেই আবার বাড়বে তাপমাত্রা।
দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। জানা যাচ্ছে, বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে। আগামীকাল শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের চার জেলায়। জানা যাচ্ছে, বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার। দার্জিলিং ও কালিম্পং জেলার সাথেই বৃষ্টিতে ভিজতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাও। তবে আগামী চার পাঁচদিনে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই খবর।