বাংলা হান্ট ডেস্কঃ মাঝে অল্প কয়েক দিনের জন্য হাল্কা শীতের আমেজ ফিরলেও আবার যথারীতি ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। ভরা বসন্তকালে গ্রীষ্মের আগমনে এখন থেকেই রীতিমতো হাঁসফাঁস করছেন দক্ষিণবঙ্গের মানুষজন। জানা যাচ্ছে, হোলিতে আরও বাড়বে তাপমাত্রা। কলকাতা সহ সারা দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তাপমাত্রা রয়েছে ৩৫ ডিগ্রির ঘরে। যদিও এবার হোলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। জানা যাচ্ছে দোলের আগের দিন থেকে উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়া?
দক্ষিণবঙ্গ জুড়ে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। গোটা দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে আপাতত বজায় থাকবে শুকনো আবহাওয়া। সেইসাথে মঙ্গলবার থেকে হুড়মুড়িয়ে আরো বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নীচে।
অন্যদিকে এবারের হোলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতে। আজ দার্জিলিঙে হালকা দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, এবং কালিম্পং জেলার বেশ কিছু অংশে। এরপর ১৩ থেকে ১৫ মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী ১৫ই মার্চ পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। এরপর আবার ফিরবে শুষ্ক আবহাওয়া।
আরও পড়ুন: অতিরিক্ত ‘ফি’ নিয়ে বেসরকারি স্কুলের বাড়বাড়ন্ত? এবার পড়বে লাগাম, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। সেইসঙ্গে মঙ্গলবার থেকে গরম বাড়তে শুরু করেছে। আগামী পাঁচদিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় স্বাভাবিকের চেয়ে সামান্য নীচে রয়েছে তাপমাত্রা।
জানা যাচ্ছ কলকাতায় আপাতত বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। তবে সামনেই রয়েছে রঙের উৎসব। জানা যাচ্ছে এবছর দোল থেকে কলকাতা সহ সব জেলায় হুহু করে বাড়বে তাপমাত্রা। তবে দোলের পর থেকে আবার গরম তীব্রতর হবে। সেই সাথে পাল্লা দিয়ে বাতাসে বাড়বে আর্দ্রতা। তবে জানা যাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।