বাংলা হান্ট ডেস্কঃ ক্যালেন্ডার বলছে সবেমাত্র মার্চ মাসের মাঝামাঝি সময়। এখন থেকেই গরমে কার্যত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর (South Bengal Weather)। কোথাও-কোথাও শুরু হয়ে গিয়েছে হিট ওয়েভ। কিন্তু এখনই যদি এমন অস্বস্তিকর অবস্থা হয় তাহলে তো আস্ত গরম কাল পড়ে আছে! তখন না জানি কি অবস্থা হবে? একথা ভেবে এখন থেকেই ঘাম ঝরছে দরদরিয়ে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)?
আবহাওয়া দপ্তর সূত্রে খবর এখনই প্রায় ৪০ ডিগ্রির ঘরে চলে গিয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলার তাপমাত্রা। ইতিমধ্যেই জারি করা হয়েছে তাপপ্রবাহের আগাম সতর্কবার্তা। তবে আপাতত সেই তাপপ্রবাহে পড়তে চলেছে ফুলস্টপ। এই প্রচন্ড গরমের মধ্যেই খানিক স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, একধাক্কায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা। সেই সাথে জারি রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। জানা যাচ্ছে, আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত গতকাল, বিকেলেও কলকাতা সহ আশপাশের এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: অস্বস্তিকর গরমের মাঝেই ঝেঁপে আসবে বৃষ্টি! আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? সম্পূর্ণ আপডেট
বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনই পিছু ছাড়ছে না গরম। তাই বৃষ্টিতে তাপমাত্রার কিছুটা কমলেও, থেকে যাচ্ছে ভ্যাপসা গরম। সেই সঙ্গে শিলাবৃষ্টির প্রভাবে আলু ও অন্যান্য সব্জি চাষের ক্ষেত্রে বিরাট ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে। প্রসঙ্গত আলু চাষের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই ব্যাপক ক্ষতি হয়েছে।
গতকাল বজ্রগর্ভ মেঘের জেরে বৃষ্টির পূর্বাভাস ছিল হাওড়া, কলকাতা, এবং পূর্ব মেদিনীপুর জেলায়। সেই মতো সন্ধ্যা হতেই কোথাও কোথাও শুরু হয়ে যায় হালকা বৃষ্টি। তাই সারাদিন রোদের প্রচন্ড তেজ থাকলেও বেলা গড়াতেই কিছুটা স্বস্তি পান সাধারণ মানুষ। তবে এই স্বস্তি হয় ক্ষণস্থায়ী। রাতের দিকে গরমের সাথে বাড়তে থাকে অস্বস্তি। তবে আবহাওয়াবিদদের অনুমান এবার সেই পরিস্থিতি থেকে সায়মিক স্বস্তি পেতে চলেছেন বঙ্গবাসী।