বাংলা হান্ট ডেস্কঃ নিমেষে বদলে যাবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়া। পূর্বাভাসকে সত্যি করে তুমুল ঝড়-বৃষ্টিতে ভিজতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ। চৈত্রের দাবদাহের মধ্যেই খনিকের জন্য হলেও স্বস্তির খবর শোনাচ্ছে আবহাওয়া দপ্তর। প্রচন্ড ঝড়-বৃষ্টির সাথেই দোসর হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী ১৩ই এপ্রিল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ অর্থাৎ মঙ্গলবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টিতে ভিজতে পারে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? (South Bengal Weather)
জানা যাচ্ছে, মঙ্গলবার থেকেই বেলা বাড়ার সাথে সাথেই বদলে যাবে কলকাতার (South Bengal Weather) আবহাওয়া। সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা গড়ানোর সাথেই মেঘলা হবে আকাশ। বিকেল থেকে সন্ধ্যের দিকে বাড়বে তুমুল ঝড় বৃষ্টির সম্ভবনা। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে কিছুটা কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.১ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি বেশি।
আরও পড়ুন: মঙ্গলে বাড়বে বৃষ্টি! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি: আবহাওয়ার খবর
শুধু দক্ষিণবঙ্গ (South Bengal Weather) নয়, মঙ্গলবার উত্তরবঙ্গেও একাধিক জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে দার্জিলিং,কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জন্য উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা।
আগামীকাল অর্থাৎ বুধবারেও দক্ষিণ ২৪ পরগণার একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জন্য আগাম হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে, বুধবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া,পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া,ঝাড়গ্রাম,বাঁকুড়া,পশ্চিম বর্ধমান, বীরভূমে হলুদ জারি করা হয়েছে। মোটের ওপর, গোটা সপ্তাহ জুড়েই অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।