বাংলা হান্ট ডেস্কঃ পূর্বাভাসকে সত্যি করে নিমেষের মধ্যে বদলে গিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)। চৈত্রের শেষে আপাতত তাপপ্রবাহ থেকে রেহাই পাচ্ছেন দক্ষিণবঙ্গবাসী। এরই মধ্যে আবহাওয়া দপ্তরের তরফে এল এক বড় আপডেট। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। আগামীদিনে এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলার ওপরেও।
কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (South Bengal Weather)?
পূর্বাভাস বলছে,আগামী ১৩ এপ্রিল পর্যন্ত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ (South Bengal Weather) এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট অনেক বেশি থাকার পূর্বাভাস মিলছে। ইতিমধ্যেই হলুদ সর্তকতা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো পার্বত্য জেলাগুলিতে। অন্যদিকে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথেই দক্ষিণবঙ্গে বদল এসেছে তাপমাত্রাতেও।
যদিও এখনও পর্যন্ত সেভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে। পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার ঝড় বৃষ্টির সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। বুধবার রাজ্যের প্রায় সব জায়গাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামীকাল অর্থ্যাৎ বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে দোসর হতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া।
আরও পড়ুন: কিছুক্ষণেই পাল্টে যাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া! দফায় দফায় হবে বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা?
আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামীকাল বৃষ্টিতে ভিজবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা-সহ পশ্চিমের বেশ কিছু জেলা। সঙ্গে বইবে ৩০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। জানা যাচ্ছে, বুধবার ঝড়বৃষ্টির সাথেই তাপমাত্রার পতন শুরু হবে। দক্ষিণবঙ্গে তুমুল ঝড় ঝড়-বৃষ্টি শুরু হবে শুক্রবার থেকে। প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সঙ্গে থাকবে দমকা হাওয়া। এছাড়া পশ্চিমের কিছু জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরী হতে পারে বলে খবর।
অন্যদিকে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে শুক্রবার এই তিনদিন উত্তরবঙ্গেও তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। এমনকি সোম ও মঙ্গলবার তাপমাত্রা একইরকম থাকবে। সঙ্গে বইবে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।