বাংলা হান্ট ডেস্কঃ মার্চ মাস পড়তে না পড়তেই আবার শুরু হয়েছে আবহাওয়ার ‘মুড সুইং’। উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যজুড়ে চলছে তাপমাত্রার খামখেয়ালীপনা। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে শুরু হয়ে গিয়েছে হিটওয়েভ। কোথাও কোথাও আবার বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? কবে থেকে বৃষ্টি হবে বা বাংলায়? দোলের সময় কেমন থাকবে আবহাওয়া? আসুন জেনে নেওয়া যাক আবহাওয়ার এই সমস্ত আপডেট।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়া?
আইএমডিএ-র দেওয়া সর্বশেষ বুলেটিন অনুযায়ী ইতিমধ্যেই নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর থেকে পশ্চিম ভারতে পার্বত্য এলাকায়। এছাড়াও মধ্য অসমে অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ুতে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বসন্তেই তীব্র পারদ চড়বে বঙ্গে। মাঝে দুদিন পশ্চিম ও উত্তর-পশ্চিমের শুষ্ক বাতাস রাজ্যে প্রবেশ করায় একাধিক জেলায় ফিরেছিল হালকা শীতের আমেজ। যদিও তা ছিল ক্ষণস্থায়ী।
আবহাওয়ার পূর্বাভাসকে সত্যি করে আবার পাল্টি খেতে শুরু করেছে আবহাওয়া। জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দোলের দিনও দক্ষিণবঙ্গের আকাশ থাকবে রোদ ঝলমলে। হাওয়া অফিসের দেওয়া আগাম আপডেট বলছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে আপাতত বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুন: দোলের দিনই ঝেঁপে বৃষ্টি! দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার আগাম খবর জানুন
জানা যাচ্ছে,আগামীকালও আবহাওয়া শুকনো থাকবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। কলকাতাতেও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া দোলের সময় আবার গরম বাড়বে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই- চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এবছর দোলে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছাতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে,দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাৱনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। মোটের ওপর আগামী আগামী চার-পাঁচ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানা যাচ্ছে।