বাংলা হান্ট ডেস্কঃ মুহূর্তের মধ্যে বদলে গিয়েছে বাংলার আবহাওয়া। চৈত্রের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত রাজ্যবাসীর (South Bengal Weather)। এখন থেকেই আগামী মাসের গরমের কথা ভেবে রীতিমতো আঁতকে উঠছেন রাজ্যবাসী। ইতিমধ্যেই উষ্ণতা বৃদ্ধির আগাম পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আইএমডি কলকাতা (IMD Kolkata) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আগামী ২ দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। তবে জানা যাচ্ছে আগামীদিনে তাপমাত্রার বড় কোনো হেরফের হবে না।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)?
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ কিংবা ৪ ডিগ্রি বেশি থাকবে বলে খবর। সব মিলিয়ে উষ্ণ আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গে (South Bengal Weather) হট-ডে পরিস্থিতি তৈরী হবে। অন্যদিকে দোলের পর এবার ঈদেও গরম থাকবে বলেই খবর। সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছাতে ৪০ ডিগ্রিতে।
আরও পড়ুন: বৃহস্পতি থেকে ফের বৃষ্টি! দক্ষিণবঙ্গে কতটা বাড়বে তাপমাত্রা? আবহাওয়ার খবর
হাওয়া অফিস সূত্রে খবর,আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। জানা যাচ্ছে, মার্চের শেষের দিকে আবার প্রচন্ড গরম পড়বে। এমনকি, ‘হট ডে’ পরিস্থিতি তৈরী হতে পারে রাজ্যের জেলায় দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত রবিবার পর্যন্ত মোটের ওপর শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
Maximum Temperature Forecast of West Bengal. pic.twitter.com/9q1baKCxUw
— IMD Kolkata (@ImdKolkata) March 27, 2025
অন্যদিকে দক্ষিণবঙ্গের সাথেই এবার হুড়মুড়িয়ে পারদ চড়বে উত্তরবঙ্গেও। আইএমডি কলকাতার তরফে জানানো হয়েছে,আগামী দিনে উত্তরবঙ্গে সপ্তাহের শেষে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে জানা যাচ্ছে, আগামী ৩ দিনে আবহাওয়ার তেমন কোনো হেরফের হবে না।