বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গের আবহাওয়াই আসছে বিরাট বদল। ঝড়-বৃষ্টির সাথেই সঙ্গী হতে চলেছে দমকা হাওয়া। রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির আগাম সর্তকতা জারি করেছে মৌসম ভবন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে আজ সকাল থেকেই হয়েছে হাওয়া বদল। দিনভর মেঘলা আকাশের সাথেই বইছিল হালকা বাতাস।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)?
আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই মুহূর্তে অসমে সক্রিয় রয়েছে একটি ঘূ্র্ণাবর্ত। অন্যদিকে তেলেঙ্গানার ওপর দিয়ে ছত্তিসগড় থেকে কর্নাটক পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। আর ওপর একটি অক্ষরেখা রয়েছে কর্নাটক থেকে কেরালা পর্যন্ত। জানা যাচ্ছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে।
শুক্রবার বিকেলের পরেই গোটা রাজ্যের নানা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে আগামী ২১ ও ২২ মার্চ রাজ্যের নানা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার সাথেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দক্ষিণবঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস! কমলা সতর্কতা জারি হতেই বন্ধ হচ্ছে স্কুল? পড়ুয়াদের জন্য বড় খবর
জানা যাচ্ছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলার বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথেই শিলাবৃষ্টিও হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর রাজ্যের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের সাথেই বদলে গিয়েছে উত্তরবঙ্গের আবহাওয়াও। হাওয়া অফিরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার, উত্তরবঙ্গের সব জেলাতেই থাকবে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।