হাই এলার্ট! উত্তর থেকে দক্ষিণ তুমুল ঝড়-বৃষ্টিতে ভিজবে বাংলা, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

বাংলা হান্ট ডেস্কঃ অক্ষরে-অক্ষরে মিলে গিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় এসেছে বিরাট পরিবর্তন। মার্চ মাসের ভ্যাপসা গরমের হাত থেকে আপাতত ক্ষণিকের জন্য হলেও নিস্তার পেয়েছেন বঙ্গবাসী। তবে এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে তৈরি হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। একইসাথে হওয়া বদল ঘটেছে উত্তরবঙ্গেও। জেলায় জেলায় তুমুল ঝড়-বৃষ্টির পর কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)?

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই মুহূর্তে একটি ঘূ্র্ণাবর্ত সক্রিয় রয়েছে অসমে। অন্যদিকে তেলেঙ্গানার উপর দিয়ে ছত্তিসগড় থেকে কর্নাটক পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এছাড়া অপর অক্ষরেখাটি রয়েছে কর্নাটক থেকে কেরালা পর্যন্ত। জানা যাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটেছে। একইসাথে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গ হবে ছাড়খার! ব্যাপক ঝড়-বৃষ্টি কিছুক্ষণে আসছে কালবৈশাখী

শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড় বৃষ্টি হয়েছে। সেইসাথে ছিল ঘণ্টায় প্রায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। আজ বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলার বেশ কিছু এলাকায়। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে ছিল ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়ার দাপট। দক্ষিণবঙ্গের সাথেই আজ বদলে গিয়েছে উত্তরবঙ্গের আবহাওয়াও। প্রসঙ্গত আজ, উত্তরের প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে ছিল হালকা থেকে মাঝারি বৃষ্টি। 

South Bengal weather is school holiday declared latest update

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামীকাল অর্থাৎ ২২ মার্চ শনিবার রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে। জানা যাচ্ছে, আগামীকাল হালকা-মাঝারি বৃষ্টির সাথেই শিলাবৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকায়। একইসাথে রয়েছে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকাতেও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। অন্যদিকে শনিবার বৃষ্টির সম্ভাৱনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। যার মধ্যে অন্যতম কালিম্পং,আলিপুরদুয়ার,মালদা, এবং দক্ষিণ দিনাজপুর জেলা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর