বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য থেকে পাকাপাকিভাবে বিদায় নিয়েছে শীত। তারপরেই গোটা রাজ্যের আবহাওয়ায় এসেছে বিরাট পরিবর্তন। বসন্তের আগমনের আগে ইতিমধ্যেই উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিতে ভিজেছে গোটা বাংলা। একদিনের বৃষ্টিতেই রাজ্যে তাপমাত্রার পারদ নেমেছে ৫ ডিগ্রি। আবহাওয়ার খামখেয়ালিপনায় প্রায় দিনই তাপমাত্রার পরিবর্তন হচ্ছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে।
আগামীকাল বৃষ্টিতে ভিজবে রাজ্যের (South Bengal Weather) একাধিক জেলা
শুক্রবার বৃষ্টি না হলেও আগামীকাল শনিবার আবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে বইতে পারে প্রচন্ড গতির ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতাতেও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বইতে পারে। সেকথা জানিয়ে ইতিমধ্যেই আগাম সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর,দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। তবে ঝড় বৃষ্টির জন্য কলকাতায় আগাম হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর চব্বিশ পরগণা, ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: আলুর ফলনে নতুন রেকর্ড! ছোট চাষিদের স্বার্থ সুরক্ষিত করতে অভিনব উদ্যোগ রাজ্যের
জানা যাচ্ছে, আপাতত আগামী ৫দিন আবহাওয়ার হেরফের হওয়ার কোন সম্ভাবনা নেই। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টির মধ্যেই ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গের পারদ। হাওয়া অফিস সূত্রে খবর আগামী দু’দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
অন্যদিকে বৃষ্টিতে ভেজার সম্ভাবনা রয়েছে উত্তরে জেলাগুলিরও। আবহাওয়ার লেটেস্ট আপডেট বলছে আগামীকাল জলপাইগুড়ি,কোচবিহার সহ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। তবে কোথাও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এই বৃষ্টির মধ্যেই দার্জিলিংয়ে হালকা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।