বাংলা হান্ট ডেস্কঃ মার্চের শুরুতে প্রচন্ড গরমের পর আবার ফিরেছে শীতের আমেজ। বসন্তকালে অকাল গ্রীষ্মের আগমনে গরমে হাঁসফাঁস করছিল বঙ্গবাসী। এরই মধ্যে আবার উত্তরের সাথে পাল্লা দিয়েই কমতে শুরু করেছিল দক্ষিণের (South Bengal Weather) তাপমাত্রা। তবে তা ক্ষণস্থায়ী। পূর্বাভাসকে সত্যি করে চলতি সপ্তাহের শেষে আবার ফিরবে গরম।
কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (South Bengal Weather)?
মাঝে দুদিন পশ্চিম ও উত্তর-পশ্চিমে শুষ্ক বাতাস রাজ্যে প্রবেশ করায় শহর থেকে জেলায় জেলায় আবার ফিরতে চলেছে শীতের আমেজ। যার ফলে বেশ খানিকটা পরিবর্তন হতে চলেছে আবহাওয়া। আপাতত কলকাতায় (South Bengal Weather) বেশ খানিকটা বেড়েছে তাপমাত্রা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আগেই পূর্বাভাস জারি করা হয়েছিল সপ্তাহের শেষে শহরের তাপমাত্রা আবার বাড়বে দক্ষিণে (South Bengal Weather)। জানা যাচ্ছে বৃষ্টি হবে না কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। তবে বৃষ্টি হবে উত্তরবঙ্গে।
আরও পড়ুন: দোলের আগেই আবহাওয়ার বিরাট বদল! দক্ষিণবঙ্গে জারি হতে হবে সতর্কতা? আবহাওয়ার আগাম খবর
অন্যদিকে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী বেশ কয়েকদিন উত্তরের জেলা গুলি বৃষ্টিতে ভিজতে পারে। জানা যাচ্ছে, আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। শীতের শেষ বেলাতেও উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনও লেগেই রয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা। জানা যাচ্ছে, চলতি সপ্তাহে বৃষ্টির পরে উত্তরবঙ্গের আবহাওয়ায় আসতে চলেছে বিরাট পরিবর্তন। আগামীদিনে সমতলের পাশাপাশি পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়বে পাহাড়েও। হাতে গোনা আর কয়েকদিন পরেই উত্তরবঙ্গের মানুষরাও বিদায় জানাবে শীতকে। তবে জানা যাচ্ছে শীতের শেষ বেলায় বৃষ্টিতে ভেজার পর উত্তরবঙ্গবাসীও এবার গরমে নাকাল হতে চলেছেন।