গ্রীষ্মের দাবদাহে ঘাম ছুটবে দোলে! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

বাংলা হান্ট ডেস্কঃ মার্চ মাসেই গ্রীষ্মের দাবদাহে নাকাল হচ্ছেন রাজ্যবাসী (South Bengal Weather)। সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই ঝাঁজ বাড়ছে তাপমাত্রার। মাথার ওপর গনগনে সূর্যের তেজে ঘেমে নেয়ে একাকার অবস্থা। এরইমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দোলের দিন দুয়েক পর থেকেই রাজ্যে শুরু হবে তাপপ্রবাহ!

কেমন থাকবে আগামী কালের আবহাওয়া (South Bengal Weather)?

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ১৬ মার্চ, রবিবার থেকে তাপপ্রবাহ শুরু হবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। ওই দিন দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের জন্য আগাম  হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জানা যাচ্ছে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়।

আবহবিজ্ঞানীরা জানিয়েছেন পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ুপ্রবাহের কারণেই এই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। জানা যাচ্ছে আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পরের তিন দিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। জানা যাচ্ছে, রবিবার পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে দিনের তাপমাত্রা । এছাড়াও  দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার স্বাভাবিকের চেয়ে অনেকেটাই বেশি থাকতে পারে দিনের তাপমাত্রা।

আরও পড়ুন: মার্চেই দাবদাহ গরম! দোলের দিন তাপপ্রবাহের পরিস্থিতি? ভয় ধরাচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস

তাপপ্রবাহের জন্য ইতিমধ্যেই দক্ষিণবঙ্গেবাসীর  জন্য বেশ কিছু সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে বয়স্ক ও শিশুদের বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সঙ্গে ছাতা,তুপি রাখার পাশাপাশি, শরীরে জলশূন্যতা এড়াতে পর্যাপ্ত পরিমাণে জল পান করারও পরামর্শ দেওয়া হয়েছে।

South Bengal Weather

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চললেও উত্তরের জেলাগুলিতে আপাতত আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে! জানাযাচ্ছে বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙ বৃষ্টিতে ভিজবে শুক্রবারও। জানা যাচ্ছে, আগামী দু’দিন উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি কম থাকবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর