বাংলা হান্ট ডেস্কঃ ক্যালেন্ডারের হিসাবে সময়টা মার্চের মাঝামাঝি হলেও বাইরের তাপমাত্রা রীতিমতো টক্কর দিচ্ছে জুন-জুলাইকে। বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলার তাপমাত্রা পৌঁছেছিল ৪০ ডিগ্রিতে। এই ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এরই মাঝে ক্ষণিকের জন্য হলেও দারুণ সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)?
রাজ্যজুড়ে (South Bengal Weather) ইতিমধ্যেই ঝড় বৃষ্টির আগাম পূর্বাভাস দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, আগামীকাল থেকে রবিবার পর্যন্ত রাজ্যের আবহাওয়ায় আসতে চলেছে আমূল পরিবর্তন। যার জন্য, রবিবার পর্যন্ত জারি করা হয়েছে কমলা-হলুদ সতর্কতা। হাওয়া অফিস সূত্রে খবর ঝড় বৃষ্টির সাথেই দোসর হতে চলেছে দমকা হাওয়া। জানা যাচ্ছে, ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে বইতে পারে ঝড়। একইসাথে রাজ্যজুড়ে একাধিক জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামীকাল অর্থাৎ ২০ মার্চ ও ২১ মার্চ বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে। সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। জানা যাচ্ছে, প্রচন্ড ঝড়-বৃষ্টির সাথে প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। এরপর সপ্তাহের শেষে শনিবার পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসাথে ২৪ পরগনা ও মেদিনীপুরেও ঝড়-বৃষ্টির সাথে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: কিছুক্ষণেই পাল্টে যাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! লণ্ডভণ্ড হবে কোন কোন জেলা?
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে আগামী ২১ মার্চ কলকাতায় (South Bengal Weather) কমলা সর্তকতা জারি করা হয়েছে। একই সাথে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী ২২ তারিখ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের আবহাওয়াতেও আসছে বিরাট পরিবর্তন। জানা যাচ্ছে,উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এই তিনটি জেলায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলা গুলিও বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিতে ভিজতে পারে।