বাংলা হান্ট ডেস্কঃ মার্চের শুরুতেই তেজ বেড়েছে রোদের! সকাল হতে না হতেই তা ভালোই টের পাচ্ছেন বঙ্গবাসী। এখন থেকেই গরমে নাজেহাল সবাই। তবে এখনই বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীদিনে এই তাপমাত্রার কোনো হেরফের হবে না। উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather) গোটা বঙ্গে আপাতত একইরকম থাকবে আবহাওয়া।
আগামীকাল কেমন থাকবে আবহাওয়া (South Bengal Weather)?
কলকাতাসহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় বেড়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। জানা যাচ্ছে,আপাতত আগামী কয়েকদিনও একইরকম থাকবে আবহাওয়া। ফ্রেব্রুয়ারি শেষ হতে না হতেই হু হু করে বাড়তে শুরু করেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা ছাড়িয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
ভরা বসন্তকালে চারদিকে এখন উৎসবের আমেজ। রূপের ডালি নিয়ে সেজে উঠছে প্রকৃতিও। কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই তেজ বাড়াচ্ছে সূর্য-দেবতা। তাই গ্রীষ্মের আগমন এখন শুধু সময়ের অপেক্ষা। এরইমধ্যে আবহাওয়া অফিসের রিপোর্টে এল স্বস্তির খবর। জানা যাচ্ছে আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলায় একই রকম থাকবে আবহাওয়া।
আরও পড়ুন: আবাস প্রকল্পে থমকে বাড়ি তৈরির কাজ! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, বিরাট হৈচৈ
জানা যাচ্ছে, আগামী কয়েকদিন, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা-সহ অন্যান্য জেলাগুলিতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে দেখা যাবে মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশ। রোদের তাপে এখন থেকেই বাড়তে শুরু করেছে দিন এবং রাতের তাপমাত্রা। তবে আগামী কয়েকদিন সকাল ও সন্ধ্যা মনোরম আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।
হাওয়া অফিস সূত্রে খবর,পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থাকলেও পশ্চিমবঙ্গে তার প্রভাব পড়ছে না। ফলে আপাতত মার্চ মাসের প্রথম সপ্তাহে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। একই ছবি উত্তরবঙ্গেও। তাই উত্তর থেকে দক্ষিণ গোটা বঙ্গেই আপাতত আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। মোটের ওপর পরিষ্কার আকাশই থাকবে।