কাল থেকেই টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে! কতদিন নিম্নচাপের ফাঁড়া? আবহাওয়ার আগাম খবর

বাংলা হান্ট ডেস্কঃ ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে আবহাওয়া। এই কিছুদিন আগেও শীতের কামড়ে জবুথবু হয়ে পড়েছিল বঙ্গবাসী। অবশেষে বহু প্রতীক্ষিত শীতের দেখা পেয়ে বেজায় খুশি হয়েছিলেন সকলে। উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather) সর্বত্র চওড়া হতে শুরু করেছিল শীতের স্পেল। কিন্তু মাত্র কয়েক দিনেই ছন্দপতন! আবার এই ভরা পৌষ মাসেও কাঁটা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট (South Bengal Weather)

আচমকাই বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপের প্রভাবে এক চান্সে অনেকটাই ফিকে হয়েছে শীতের আমেজ। সেইসাথে রয়েছে আগাম বৃষ্টির পূর্বাভাসও। কথা মতই বৃহস্পতিবার থেকে পাল্টি খেয়েছে আবহাওয়া। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছিল দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। তবে কি এবার বছর শেষে বিনা শীতে নতুন বছরকে স্বাগত জানাবেন বঙ্গবাসী?

কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) হুড়মুড়িয়ে  নামতে শুরু করেছিল শীতের পারদ। এমনকি পশ্চিমের জেলা গুলিও  রীতিমতো টেক্কা দিচ্ছিল উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির সাথে। দেখতে দেখতে তাপমাত্রা নেমে যায় ১৫ ডিগ্রির নীচে।  কিন্তু প্রকৃতির এমনই ম্যাজিক আবার রাতারাতি বদলে গিয়েছে আবহাওয়া।

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে এই শীতেও পিছু ছাড়ছে না বৃষ্টি। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ আরও অন্যান্য জেলায়।  বৃষ্টির সাথেই আকাশ ঢাকবে ঘন কুয়াশায়।

আরও পড়ুন: শুরু হবে বৃষ্টি! টানা ৪৮ ঘণ্টা ভিজবে দক্ষিণবঙ্গ! কোন কোন জেলায় তোলপাড়? আবহাওয়ার খবর

একাধিক জেলায় এই পরিস্থিতি বজায় থাকবে বলেই জানা যাচ্ছে। আগামী শনিবার পর্যন্ত আবহাওয়ার এমন ভোল বদল বজায় থাকবে। দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাও ভিজতে চলেছে বৃষ্টিতে।  আগামী কাল অর্থাৎ শুক্রবার এবং শনিবার বৃষ্টি হবে উত্তরবঙ্গে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এই বৃষ্টি হবে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং-এর মতো পার্বত্য এলাকায়।

South Bengal Weather

বাকি জেলাগুলিতে থাকবে কনকনে ঠান্ডা। একইসাথে সকালের দিকে থাকবে ঘন কুয়াশার চাদর। অন্যদিকে বঙ্গোপসাগরের এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ুর দিকে থাকলেও ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগনোর সাথে সাথে শক্তি বৃদ্ধি পেতে চলেছে এই নিম্নচাপের। জানা যাচ্ছে, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত এই রেশ থাকবে বাংলায়। তবে আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান বছর শেষে আরও জাঁকিয়ে পড়বে শীত।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর