ভোলবদল! দক্ষিণবঙ্গে ফের চড়বে পারদ, বৃষ্টিও হবে কাল? আবহাওয়ার আগাম খবর

বাংলা হান্ট ডেস্কঃ শীতে জবুথবু বাংলা। উত্তরবঙ্গের মতোই গোটা দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়েই এখন শীতের মরশুম। কথা মতোই সপ্তাহান্তে চলছে শীতের ঝড়ো ইনিংস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবারেই মরশুমের শীতলতম দিন দেখলেন শহরবাসী। আজই শহরের সর্বনিম্ন তাপামাত্রা এক ধাক্কায় নেমে এসেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট (South Bengal Weather)

যদিও শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। তবে হাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল অর্থ্যাৎ সোমবার পর্যন্ত দাপট চলবে শীতের।  শুধু কলকাতা নয়, শীতের কামড় চওড়া হতে চলেছে রাজ্যের বাকি জেলা গুলোতেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তিন জেলায় যে হারে তাপমাত্রা কমছে তাতে তা রীতিমতো টেক্কা দিচ্ছে উত্তরের জেলা গুলির সাথে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তিন জেলা অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে টানা চলবে শৈত্যপ্রবাহ। আজ পুরুলিয়ার সর্বনিম্ন তাপামাত্রা ৫.৯ ডিগ্রি সেলসিয়াস আর বাঁকুড়ার তাপমাত্রা পৌঁছেছে ৯.৫ ডিগ্রিতে। সেই হিসাবে এই মরশুমে এটাই এই দুই জেলার শীতলতম দিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

জানা যাচ্ছে, আগামীকাল দক্ষিণবঙ্গের এই তিন জেলার রাত ও দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে। জানা যাচ্ছে, আগামী সপ্তাহে অর্থাৎ ১৮ ডিসেম্বর পর্যন্ত এই জেলা গুলিতে শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আচমকাই ছন্দপতন! গোটা রাজ্যের হিসাবে সোম-মঙ্গলবার থেকেই  ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রা।

আরও পড়ুন: কলকাতায় ১২ ডিগ্রি! সাগরে নিম্নচাপ, বিকেল থেকেই ফের ভাসবে দক্ষিণবঙ্গ? আবহাওয়ার খবর

উত্তরবঙ্গের আবহাওয়া 

তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি হু হু করে শীতের পারদ নামছে উত্তরবঙ্গেও। হাওয়া অফিসের তরফে রবিবারেই  দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরসহ মালদহ জেলাতেও ভারী কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবার থেকে রাজ্যের উত্তরাংশে তাপমাত্রা কিছুটা বাড়লেও পারদ স্বাভাবিকের নিচেই থাকবে বলেই জানা যাচ্ছে।

South Bengal Weather

কোথায় রয়েছে নিম্নচাপ? 

অন্যদিকে সাগরে তৈরী হয়েছে নিম্নচাপ। জানা যাচ্ছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরেও তৈরি হয়েছে ভারী ঘূর্ণাবর্ত। যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে বঙ্গবাসীর জন্য চিন্তার কিছু নেই, কারণ এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূলে। অন্যদিকে, চরম শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে পাঞ্জাবে। পাশাপাশি শৈত্যপ্রবাহের সর্তকতা জারি মধ্যপ্রদেশেও।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর