বুধেই হবে হাওয়া বদল! টানা ৫ দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ চৈত্রের শেষে গরমের দাপটে নাজেহাল বঙ্গবাসী। দক্ষিণবঙ্গজুড়ে (South Bengal Weather) বিগত কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এরই মধ্যে রাজ্যবাসীর জন্য দারুন সুখবর শোনাল আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি প্রচন্ড গরমের হাত থেকে নিস্তার পেতে চলেছেন সকলে। আগামী বুধবার থেকেই হাওয়া বদল হতে চলেছে দক্ষিণবঙ্গে। তাই চলতি সপ্তাহের শেষে আবার বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা।

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

হাওয়া অফিস সূত্রে খবর বর্তমানে ছত্রিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। যার ফলে সোমবার সকাল থেকেই হু হু করে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। প্রায় একই সমান্তরালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। যার হাত ধরে আরও কিছু জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। আবহাওয়া বিদদের অনুমান, এরফলে সপ্তাহের শেষের দিকে ওড়িশা-ঝাড়খণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গেও (South Bengal Weather) বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: বুধবার থেকেই আবহাওয়ার পাল্টি! টানা ৫ দিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলা ভিজবে?

জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ বুধবার থেকে আগামী তিন চার দিন পর্যন্ত পশ্চিমে তিন থেকে চারটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। তারপরের দিন এই তিন জেলা ছাড়াও বৃষ্টিতে ভিজবে পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলা। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই ঝড় বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি হতে পারে। সঙ্গে দোসর হতে চলেছে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। সপ্তাহের শেষে  শনি ও রবিবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

South Bengal Weather

অন্যদিকে দক্ষিণবঙ্গের সাথে পাল্লা দিয়ে উত্তরবঙ্গেও চোখ রাঙাচ্ছে সূর্যদেব। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে আগুন ঢালবে সূর্যদেব। প্রচন্ড গরমে ঘেমে নিয়ে নাকাল হবেন উত্তরবঙ্গবাসীরাও। তবে জানা যাচ্ছে সপ্তাহান্তে অর্থাৎ শুক্রবারের পর থেকে জেলায় জেলায় জারি থাকবে বৃষ্টির পূর্বাভাস। তারপরেই আবার ধীরে ধীরে বাড়বে উষ্ণতার পারদ।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X