বাংলা হান্ট ডেস্কঃ নতুনকে জায়গা দিতে পুরনোকে জায়গা ছাড়তেই হয়। বছরের পর বছর ধরে চলে আসছে এই নিয়ম। এবার এই কালের নিয়মেই পালাবদল হয়েছে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির। গতকালই প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড়। তারপরেই আজ ১১ নভেম্বর সোমবার সকালে দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিচারপতি সঞ্জীব খান্না।
সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পরিচয়
তাঁকে শপথ বাক্য পাঠ করানোর জন্য এদিন রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতেই ৬৪ বছর বয়সী এই বিচারপতি এদিন শপথ পাঠ করেন। রাষ্ট্রপতি ছাড়াও এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং -সহ সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও।
জানা যাচ্ছে আগামী ৬ মাস অর্থাৎ ১৩ মে পর্যন্ত সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি হিসাবে গুরু দায়িত্ব সামলাবেন তিনি। তবে অনেকেই হয়তো জানেন না দেশের এই নতুন প্রধান বিচারপতির পরিবারের সদস্যরাও একসময় এই একই পেশার সাথে যুক্ত ছিললেন। বিচারপতি দিল্লি হাইকোর্টের বিচারপতি দেব রাজ খান্না ছিলেন তাঁর বাবা। আর তাঁর কাকা হনস রাজ খান্না ছিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি। অন্যদিকে সঞ্জীব খান্নার মা সরোজ খান্না ছিলেন লেডি শ্রীরাম কলেজের অধ্যাপিকা।
আরও পড়ুন : নগ্ন ছবি তুলে যৌন ব্যবসায় নামায় স্বামী! ‘ভয়ঙ্কর’ অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী
আদতে দিল্লির বাসিন্দা প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পড়াশোনা করেছেন মডার্ন স্কুল বারাখাম্বা রোডে। এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য যান স্টেন স্টিফেন্স কলেজে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ল কলেজে আইন নিয়ে পড়াশোনা করেন সঞ্জীব।
তাই বোঝাই যাচ্ছে বর্তমান প্রধান বিচারপতির বাড়িতে ছোট থেকেই ছিল পড়াশোনার পরিবেশ। ২০০৫ সালে তিনি প্রথম হাইকোর্টের বিচারপতি হিসাবে কাজে যোগ দিয়েছিলেন। যদিও তার আগে একটা দীর্ঘ সময় তিনি আইনজীবী হিসেবেও কাজ করেছেন। পরবর্তীতে ২০১৯ সাল নাগাদ সুপ্রিম কোর্টে যান। পরবর্তীতে সুপ্রিম কোর্টের একাধিক যুগান্তকারী মামলার রায়ের অংশ থেকেছেন তিনি।