সুপ্রিম কোর্টে রয়েছেন মাত্র দুই মহিলা বিচারপতি! অবাক করবে তাঁদের পরিচয়

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল ৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে প্রকাশ্যে এসেছে নারীর ক্ষমতায়নের নানান অজানা কাহিনী। আজ থেকে চার-পাঁচ দশক আগে যা ছিল মেয়েদের কাছে ছিল স্বপ্নমাত্র! আজ সেটাই বাস্তবে করে দেখাচ্ছেন মেয়েরা। দেশ জুড়ে মেয়েদের ক্ষমতায়নের জন্য চালু হয়েছে বেশ কিছু আইন। এরইমধ্যে দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court) থেকে শুরু করে অন্যান্য আদালত সম্পর্কে, সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। বিষয়টা খানিকটা প্রদীপের নিচের অন্ধকারের মত! ন্যায় বিচারের আশায় প্রত্যেকেই আস্থা রাখেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ওপর। অথচ এবার সেখানেই ধরা পরল ব্যাপক লিঙ্গ বৈষম্য। জানলে অবাক হবেন বর্তমানে সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা ৩২ জন। তাঁদের মধ্যে মাত্র দু’জন রয়েছেন মহিলা বিচারপতি। তাঁরা কারা? জানা যাক এই দুই বিচারপতির পরিচয়।  

সর্বোচ্চ আদালতের (Supreme Court) ২ মহিলা বিচারপতির পরিচয় 

জানা যাচ্ছে, সর্বোচ্চ আদালতের (Supreme Court) এই দুই মহিলা বিচারপতি হলেন বি ভি নাগরত্ন ও বিচারপতি বেলা এম ত্রিবেদি। সব ঠিক থাকলে ২০২৭ সালের ২৪ সেপ্টেম্বর মহিলা হিসাবে দেশের প্রথম প্রধান বিচারপতি হতে পারেন বি ভি নাগরত্ন ও বিচারপতি বেলা এম ত্রিবেদি। ঠিক তিন মাস পর, অর্থাৎ ৯ জুন তিনি অবসর নিতে চলেছেন। অর্থাৎ এই সময়ের, আগে কলেজিয়ামের সুপারিশে কেন্দ্র নতুন কোনও মহিলা বিচারপতিকে সুপ্রিম কোর্টে নিযুক্ত না করলে তিন মাস পর দেশের সর্বোচ্চ আদালতে মহিলা বিচারপতির সংখ্যা হবে মাত্র একজন।

নিয়ম অনুযায়ী বর্তমানে সুপ্রিম কোর্টে (Supreme Court) সর্বোচ্চ ৩৪ জন বিচারপতি থাকতে পারেন। তাই সেই হিসাবে তাঁদের মধ্যে দু’টি আসন এখনও খালি রয়েছে। প্রসঙ্গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন কলেজিয়াম কলকাতা হাই কোর্টের অভিজ্ঞ বিচারপতি জয়মাল্য বাগচিকে সুপ্রিম কোর্টে উন্নীত করার সুপারিশ করেছেন। তাই আগামীদিনে ওই  ফাঁকা আসনের সংখ্যা কমে হবে মাত্র একে। যদিও মে, জুন মাসে প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির অবসরের পর সেই সংখ্যা ফের বেড়ে হবে চার। এই পরিস্থিতিতে দেশের বিচারবিভাগীয় মহলে প্রশ্ন উঠছে তাহলে কী আগামীদিনে সর্বোচ্চ আদালতের বিচারপতিদের মধ্যে কোনওভাবে বাড়তে পারে মহিলা বিচারপতির সংখ্যা?

আরও পড়ুন: ৭ মাস পার! মেয়ের বিচার চেয়ে এবার বিরাট পদক্ষেপ তিলোত্তমার বাবা-মার

প্রসঙ্গত বর্তমানে আমাদের দেশে মোট ২৫টি হাই কোর্ট রয়েছে। সেখানে মোট  ৭৬৩ জন বিচারপতি রয়েছেন, তাঁদের মধ্যে দেশে মোট মহিলা বিচারপতি রয়েছেন মাত্র ১০৮ জন। অর্থাৎ শতাংশের হিসাবে ১৪%। জানা যাচ্ছে এঁদের মধ্যে শুধু বিচারপতি সুনীতা আগরওয়াল গুজরাট হাই কোর্টের প্রধান বিচারপতি। এছাড়া দেশের আর কোনও হাই কোর্টে মহিলা প্রধান বিচারপতি নেই।

Supreme Court observation on illegal religious conversion

জানা যাচ্ছে আরও এক আশ্চর্যজনক তথ্য। বলা হচ্ছে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারপতি হিসাবে আসীন হয়েছেন মাত্র ১১ জন মহিলা। তাঁদের মধ্যে ৩ জনকে একসাথে নিয়োগ করা হয়েছিল ২০২১ সালের আগস্ট মাসে। তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ একসঙ্গে এই নিয়োগ করেছিলেন। ওই ৩ বিচারপতি হলেন হিমা কোহলি, বেলা এম ত্রিবেদি ও বিচারপতি বি ভি নাগরত্ন। অর্থাৎ চার বছর আগেও সুপ্রিমকোর্টে মোট মহিলা বিচারপতির সংখ্যা ছিল মাত্র ৮ জন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর