Tata দিচ্ছে সুবর্ণ সুযোগ! এইভাবে লগইন করলেই পাবেন ফ্রি ইন্টারনেট, মিস করলেই বিরাট লস

বাংলা হান্ট ডেস্ক: এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে মোবাইল রিচার্জের দাম (Mobile Recharge Price)। যার ফলে কার্যত বেকায়দায় পড়েছেন আমজনতা। মাস গেলে কার্যত খেয়ে না খেয়েই করতে হচ্ছে মোবাইল রিচার্জ। যার ফলে কার্যত নাভিঃশ্বাস ওঠার জোগাড় আম জনতার। কিন্তু যদি এরইমাঝে ফ্রিতে ওয়াইফাই (Free WiFi) ব্যবহার করার সুযোগ পাওয়া যায় তাহলে নিশ্চয়ই মন্দ হয় না।

বিনামূল্যের ওয়াইফাই পরিষেবা (Free WiFi Service):

এবার এমনই এক সুযোগ দিচ্ছে ভারতবর্ষের একটি জনপ্রিয় টেলিফোন সংস্থা। আসুন  তাহলে জানা যাক কারা এই বিশেষ সুবিধা প্রদান করছেন? কোন ব্যবহারকারীরাই বা এই বিশেষ সুবিধা পাবেন? আসুন তাহলে জানা যাক বিস্তারিত। 

   

সম্প্রতি টাটা-সিঙ্গাপুর এয়ারলাইন্সের (Tata-Singapore Airlines) যৌথ উদ্যোগে ভিস্তারার যাত্রীদের জন্য একটি বিশেষ সুবিধা প্রদান করছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা বিনামূল্যেই ওয়াইফাই (Free WiFi) ব্যবহার করতে পারবেন। আর বিনামূল্যে এইভাবে এই ওয়াইফাই ব্যবহার করার ফলে নিঃসন্দেহে যাত্রীদের সফর আরো বেশি আরামদায়ক এবং একই সঙ্গে  বিনোদনমূলক হয়ে উঠতে চলেছে। 

কারা পাবেন এই সুবিধা?

জানা যাচ্ছে বর্তমানে,এই সংস্থাটি আন্তর্জাতিকভাবে ভ্রমণকারীদের জন্য এই সুবিধা প্রদান করছে। কেউ যদি কোনো আন্তর্জাতিক সফর করেন তাহলে তিনি ২০ মিনিটের জন্য এই বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন

আরও পড়ুন: সমুদ্রের নীচে ২ হাজার বছরে পুরনো শহর! অবাক করবে প্রাচীন শহরের সৌন্দর্য

ওয়াইফাই কিভাবে ব্যবহার করবেন?

প্রসঙ্গত ভিস্তারা এয়ারলাইনের মোট ৭০টি বিমান চলাচল করে। যার মধ্যে আবার ৫৩টি এয়ার বাসও রয়েছে। যদিও এখনও পর্যন্ত টিকিটের দাম নিয়ে কোম্পানির তরফ থেকে কিছুই জানানো হয়নি।

Free WIFI

কতক্ষণ ফ্রি ওয়াইফাই ব্যবহার করা যাবে?

জানা যাচ্ছে, বর্তমানে মাত্র ২০ মিনিটের জন্য ফ্রি ওয়াইফাই পরিষেবা উপভোগ করা যাবে। তবে তার বেশি ইন্টারনেট ব্যবহার করতে চাইলে তার জন্য আলাদাভাবে টাকা দিতে হবে। এই অতিরিক্ত ইন্টারনেট সুবিধা পেতে চাইলে তার জন্য ১৭০০ থেকে ২৮০০ টাকা দিতে হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর