প্রতিদিন সোনার দামে হেরফের! জানেন কে ঠিক করে এই হলুদ ধাতুর দাম?

বাংলা হান্ট ডেস্ক : শুধু আজকের দিনেই নয়, সেই প্রাচীন যুগ থেকেই সোনা খুবই মূল্যবান ধাতু। প্রতিদিন বিভিন্ন পরিস্থিতির ওপর নির্ভর করে সোনার বাজার দাম (Gold Price) ওঠা নামা করে। দিনে দিনে যেভাবে সোনার দাম (Gold Price) বাড়ছে তার ফলে ক্রমশ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে এই হলুদ ধাতু। তাছাড়া সোনা  শুধু গয়না হিসেবেই নয় অনেকের কাছেই ভবিষ্যতের সঞ্চয়-ও। তাই ভবিষ্যতে ভালো দাম (Gold Price) পাওয়ার জন্য অনেকেই সোনার বার কিংবা কয়েন কিনে রাখেন।

সোনার দাম (Gold Price) কে ঠিক করে জানেন?

প্রতিদিন বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করেই বদলায় সোনার দাম। এক-একদিন সোনার দাম হয় এক-একরকম কখনও ভেবে দেখেছেন এই সোনার দাম কে ঠিক করে? কিসের ওপরেই ওপর ভিত্তি করেইবা এই দাম ঠিক করা হয়? আসলে বিশেষ কিছু মানদন্ড রয়েছে যার উপর ভিত্তি করেই প্রত্যেকদিন সোনার দাম নির্ধারিত হয়ে থাকে। একজন গ্রাহক যখন কোনো দোকান থেকে সোনা কিনছেন তখন তাকে বলা হয় স্পট রেট।

মূলত মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জ বা এমসিএক্সে -এর ভিত্তিতেই এই দাম নির্ধারিত হয়ে থাকে। এই এমসিএক্স মূলত ঠিক করা হয়ে থাকে ভারতের বাজারে সোনার চাহিদা, ফিউচার মার্কেটে সোনার দাম, পর্যাপ্ত সরবরাহ এবং আন্তর্জাতিক বাজারের মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে। এখানে বলে রাখি সারা পৃথিবীতে সোনার দাম কত হবে তা ঠিক করে লন্ডনের বুলিয়ান মার্কেট। সারা পৃথিবীতে এটাই সবথেকে বড় বুলিয়ান বাজার।

আরও পড়ুন : বিয়ের ২ বছর পর বড় সিদ্ধান্ত আলিয়ার! এবার দাম্পত্য জীবন নিয়ে নিলেন এই আইনি পদক্ষেপ

তাই প্রত্যেকদিন সোনার দাম ঘোষণা করার আগে ফিউচার মার্কেটর  সদস্যরা সরাসরি লন্ডনের বুলিয়ান মার্কেটে অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করে আলোচনার পরেই ঠিক করে সোনার নির্দিষ্ট দাম। এমসিএক্সে ভ্যাট, শুল্ক এবং খরচ সহ সোনার দাম ঘোষণা করা হয়। এখানে বলে রাখি সোনার দামের ক্ষেত্রে আন্তর্জাতিক এবং ঘরোয়া রাজনীতির প্রভাবও অপরিসীম। যদি সোনা আমদানি নিয়ে কেন্দ্র সরকার কোন সিদ্ধান্ত নয় তাহলে তার প্রভাব পড়বে সোনার দামের ওপরেও।

Gold Price

সেক্ষেত্রে সোনার দামেও হেরফের ঘটে। বিশেষ করে যে দেশ সোনা রপ্তানি করে তাদের কোন বছর সোনার উৎপাদন কমে গেলে সোনার দামের ওপর তার ব্যাপক প্রভাব পড়ে। এখানে বলে রাখি একজন গ্রাহক যে দামে কোনো দোকান থেকে সোনা কেনেন সেই দাম ঠিক করে দেয় শহরের বুলিয়ান অ্যাসোসিয়েশনের সদস্যরা। মূলত বাজার খোলার আগেই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সোনার  গুণগত মান অর্থাৎ ক্যারেট অনুযায়ী এই দাম ঠিক করা হয়। প্রত্যেকটা শহরেই আলাদা আলাদা বুলিয়ান অ্যাসোসিয়েশন আছে তাই দামের ক্ষেত্রেও বিশাল পার্থক্য দেখা যায়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর