রাজ্যের মহিলাদের সোনায়-সোহাগা! অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ২১০০ টাকা, কারা পাবেন সুবিধা?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র থেকে রাজ্য প্রত্যেকেই সরকারি প্রকল্পে একাধিক সুযোগ-সুবিধা দিয়ে থাকে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এমনই একাধিক সরকারি প্রকল্প (Government Scheme) জনপ্রিয়তার দিক দিয়ে স্থান করে নিয়েছে বিশ্বের দরবারে। যার মধ্যে অন্যতম লক্ষী ভান্ডার। এই জনমোহিনী প্রকল্প এখন সুপারহিট বাংলার ঘরে ঘরে।

এই সরকারি প্রকল্পে (Government Scheme) উপকৃত হবেন রাজ্যের মহিলারা

তবে শুধু পশ্চিমবঙ্গ নয় মহারাষ্ট্রেও রয়েছে এমনই এক বিশেষ প্রকল্প (Government Scheme)। যার নাম ‘মাঝি লড়কী বহেন যোজনা’। মহারাষ্ট্রে জোট সরকারের পুনর্গঠনের পরে কেন্দ্রীয় সরকারি এই প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যাচ্ছে, এবার থেকে এই প্রকল্পে রাজ্যের মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকার বদলে পাবেন ২১০০ টাকা করে।

নির্বাচনী প্রতিশ্রুতি মেলার পর থেকে আশায় বুক বেঁধেছিলেন রাজ্যের মহিলারা। মহারাষ্ট্রের মহিলারাও অপেক্ষা করছিলেন ঠিক কবে তারা এই বর্ধিত ভাতার সুবিধা পাবেন! প্রসঙ্গত ভোটের আগে এহেন প্ৰতিশ্রুতি মিললেও নির্বাচনে জিতে আসার পর কয়েক মাস কেটে গেলেও এখনও সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি সে রাজ্যের সরকার।

আরও পড়ুন: সিভিক শিক্ষক? ‘ভলান্টিয়ার’ হওয়ার আর্জি মমতার! স্কুলে যাওয়া নিয়ে ঘেঁটে ঘ চাকরিহারারা

কারা পাবেন এই সুবিধা?

জানা যাচ্ছে মহারাষ্ট্র সরকারের এই প্রকল্পের সুবিধা শুধু সেই সমস্ত মহিলারাই পাবেন যাদের পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম। শুধু তাই নয়, এই প্রকল্পের টাকা তারাই পাবেন যাঁদের পরিবারে কোনও করদাতা থাকবে না এবং কোনো সরকারি চাকরির আওত্তায় থাকা চলবে না।

Women will get 2500 Rupees in Government scheme announces Chief Minister

তবে অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে এই বিষয়ে বড় আপডেট দিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। গত ২৯ মার্চ তিনি জানিয়েছেন, নির্বাচনের আগে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা নাকি খুব তাড়াতাড়ি পূরণ করা হবে। বর্তমানে নাকি এই রাজ্যের আর্থিক অবস্থা ভালো নয়। তাই অর্থনৈতিক মন্দা কাটানোর পরেই ভাতা বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X