UTS অ্যাপে টিকিট কাটার এই নিয়ম জানেন তো? না জানলেই বিরাট লস

বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় রেল (,Indian Railways) আমাদের দেশের লাইফ লাইন। কাছের হোক কিংবা দূরের যে কোন গন্তব্যস্থলে যেতে এখনকার দিনে অধিকাংশ যাত্রীদেরই একমাত্র ভরসা ভারতীয় রেল .যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিনিয়ত নিত্যনতুন পরিষেবা আনা হচ্ছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে . তাই ইদানিং ট্রেনের টিকিট কাটার জন্য যাত্রীদের আর লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়ে না।

UTS অ্যাপে টিকিট ক্যান্সেল করার নিয়ম

বিশেষ করে লোকাল ট্রেনের (Local Train) যাত্রীদের জন্য এটা একটা বিরাট বড় সুবিধা। তাই শুধু দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং (Ticket Booking) করার জন্য আইআরটিসি অ্যাপই  নয় লোকাল ট্রেনে যাতায়াতের ক্ষেত্রেও টিকিট বুকিং-এর জন্য রয়েছে আনরিজার্ভড টিকিটিং সিস্টেম বা ইউটিএস (UTS)। এই অ্যাপের মাধ্যমে স্টেশন থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরত্বের মধ্যে যে কোন স্টেশনের টিকিট কাটা যায়।

এক্ষেত্রে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে টিকিট কাটা যায়। কিছুদিন আগেই ইউটিএস-এ (UTS) টিকিট কাটার ক্ষেত্রে রেলমন্ত্রকের তরফে সমস্ত পরিষেবা চার্জ মকুব করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে কিভাবে  টিকিট বুক করতে হয় সেটা আমরা সকলেই জানি। কিন্তু অনেকেই জানে না এই অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট ক্যানসেলও (Ticket Cancel) করা সম্ভব।

আরও পড়ুন : ১০০০ অতীত! ফের বাড়ছে লক্ষীর ভান্ডারের টাকা? এবার কত মিলবে? সামনে বিরাট আপডেট

তার জন্য প্রথম ধাপে ইউ টি এস অ্যাপে লগইন করতে হবে। সেখান থেকে টিকিট ক্যান্সেল অপশন খুলতে হবে। এরপর  খুলে যাবে একটি নতুন পেজ।  সেখানে দেখা যাবে কোন কোন টিকিট বাতিল করা যাবে। তবে এখানে বলে রাখি এই টিকিট বাতিলের ক্ষেত্রে অতিরিক্ত ৩০ টাকা চার্জ নেওয়া হয়।

UTS 2

তবে টিকিটের দাম ৩০ টাকার কম হলে তা উইন্ডোতে শো করেনা। এরপর ক্যান্সেল অপশনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই টিকিট ক্যান্সেল হয়ে যাবে। এরপর ফোনে একটি  পপ-আপ ফ্লাশ মেসেজ আসবে। সেখানে টিকিট বাতিলের জন্য অতিরিক্ত চার্জ কেটে নেওয়া হবে এবং বাকি ফেরতযোগ্য অর্থ দেখাবে।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর