বাংলা হান্ট ডেস্ক : কোথাও ঘুরতে গেলে থাকা, খাওয়ার কথা এখন আর ভাবতে হয় না। সে যত দূরেই ট্রাভেল করুন না কেনো হোটেল (Hotel) তো রয়েছে। এখানেই রয়েছে সবকিছুর সু-বন্দোবস্ত সুবিধা। লক্ষ্য করবেন হোটেলে (Hotel) পর্যটকদের প্রয়োজনের জন্য এমন অনেক জিনিস সাজানো থাকে, যা দেখা মাত্রই আকর্ষণ করে। এমনকি অনেক সময় সেই জিনিসগুলো আপনি ব্যাগে ভরেও নিয়ে আসেন।
হোটেলের (Hotel) কোন জিনিস নেওয়া যায় না
তবে নিয়ে তো নিচ্ছেন, কিন্তু এতে করে অপরাধ করছেন না তো? জানেন কি হোটেলের (Hotel) কোন জিনিস গুলি আপনি নিতে পারবেন? আর কোন গুলি নয়? এমন কিছু জিনিস আছে যেগুলি নিলে চুরি বলে গণ্য করা হয় না। আবার কিছু জিনিস আছে যেগুলি নেওয়া বড় অপরাধ। আজকের প্রতিবেদনেই জানাবো সেই কথা।
- কোন কোন জিনিস নেওয়া যায় হোটেল থেকে?
পাঁচতারা, তিনতারা সমস্ত হোটেলে থাকার জন্য ব্যক্তিদের বিভিন্ন রকমের জিনিস দেওয়া হয়ে থাকে। অতিথিদের ব্যবহারের জন্যই এই সুবিধা। এই আইটেম গুলির মধ্যে অন্যতম হচ্ছে সাবান, শ্যাম্পু, তেল কন্ডিশনার, টুথপেস্ট, ব্রাশ, বডি লোশন, চিরুনি ইত্যাদি। তবে এগুলি আপনি বাড়ি নিয়ে যেতেই পারেন। মনে রাখবেন কমপ্লিমেন্টারি দ্রব্য বাড়িতে নিয়ে আসা কোনো অপরাধ নয়।
এমনকি ড্রাই ক্লিনিং ব্যাগ, কফি, টিব্যাগ, ক্রিমার, চিনির প্যাকেট এগুলিও বাড়ি নিয়ে আসা যায়। এছাড়াও পর্যটকদের সুবিধার্থে রাইটিং প্যাড ও কলম রাখা হয়। সেগুলিও বাড়ি নিয়ে আসতে পারেন৷ এমনকি বড় বড় হোটেলে অনেক সময় ফ্রিজে বিভিন্ন রকমের চকলেট, আইসক্রিম প্রদান করা হয়, এগুলিও আনা যায়।
আরও পড়ুন : টাইম ফিক্সড! ভোর ৫টা বাজলেই ডাক্তার ধর্নাস্থলে চা নিয়ে প্রস্তুত, এই দম্পতির পরিচয় কি?
- কি কি জিনিস আনতে পারবেন না?
তবে এমন বিশেষ কিছু জিনিস আছে যেগুলি আনা যায় না। বেশিরভাগ হোটেলের প্রয়োজনের জন্য তোয়ালে, বিছানা চাদর, বাথরোব, লন্ড্রিব্যাগ ইত্যাদি প্রদান করা হয়। শুধু তাই নয়, একাধিক বৈদ্যুতিক জিনিস যেমন চার্জার, ট্যাবলেটের সুবিধাও থাকে। এই জিনিসগুলো কখনোই বাড়িতে আনতে যাবেন না। কারণ এগুলি হচ্ছে হোটেলের নিজস্ব সম্পত্তি। এগুলি বাড়িতে আনলে আপনার বিরুদ্ধে হোটেল কর্তৃপক্ষ হয়তো ব্যবস্থা নিতে পারে।
এমনকি কাঠের হ্যাঙার, কাচের বোতল, মাগ, ওয়াল পেইন্টিং এই জিনিসগুলিও হোটেলে থাকাকালিনই ব্যবহার করতে পারবেন। তারপর কিন্তু নয়। আর হোটেল থেকে বাইরে পা রাখার সময় এগুলি নেওয়ার চেষ্টা কখনোই করবেন না। নইলে আপনারই বিপদ।