নভেম্বরেও ভ্যাপসা গরম! কবে বেরোবে সোয়েটার-চাদর? এসে গেল IMD-র পূর্বাভাস

বাংলা হান্ট ডেস্ক : কালী পুজো শেষ, সামনেই আসছে জগদ্ধাত্রী পুজো। প্রত্যেক বছর কালীপুজো শেষ হওয়ার সাথে সাথেই শিরশিরানি হাওয়া আর কুয়াশার  চাদর মুড়ি দিয়ে শীতের (Winter Update) বার্তা নিয়ে আসে নভেম্বর মাস। বিকেল গড়িয়ে সন্ধ্যে হওয়ার সাথে সাথেই টের পাওয়া যায়  শীতের (Winter Update) আমেজ। রাত পেরোলেই আগামীকাল ভাইফোঁটা। কিন্তু এবছর এখনও রাজ্যে শীতের (Winter Update) লেশমাত্র নেই।

কবে আসবে শীত (Winter Update) ?

যদিও এবছর দীপাবলীর আগেই দিল্লির তাপমাত্রা এক ধাক্কায় নেমে গিয়েছিল ২০ ডিগ্রির নীচে। তখন অনেকেই মনে করেছিলেন এই বোধ হয় সোয়েটার-চাদর লাগল বলে! কিন্তু কোথায় কি? এখনও পর্যন্ত পাত্তা নেই শীতের (Winter Update)। ভারতীয় আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য বলছে নভেম্বরেও উত্তর-পশ্চিমে রাজ্য গুলির কয়েকটি অঞ্চল ছাড়া সারা ভারতের বেশিরভাগ জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ওপরেই থাকবে।

এরইমধ্যে মৌসম ভবনের পূর্বাভাস এবছর অক্টোবর মাসে যে তা গড় তাপমাত্রা ছিল তা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। রিপোর্ট বলছে ১৯০১ সালের পর এটাই দেশের সবথেকে উষ্ণতম অক্টোবর। গত মাসে সর্বনিম্ন গড় তাপমাত্রা ছিল ২৬.৯২ ডিগ্রি সেলসিয়াস। যা অক্টোবর মাসের স্বাভাবিক তাপমাত্রা থেকে ১.২৩ ডিগ্রি বেশি।

অন্যদিকে শুরুতেই নভেম্বর মাসের আবহাওয়া দেখে আইএমডি এর তরফে মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এ বছর নভেম্বরকে কোনভাবেই শীতকাল হিসেবে বিবেচনা করা সম্ভব নয়। সাধারণত আইএমডি খাতায়-কলমে বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর মাস থেকে নতুন বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়কালকেই শীতকাল হিসাবে উল্লেখ করে।

আরও পড়ুন : একটা নির্বাচনে জেতাতে কত টাকা নেন প্রশান্ত কিশোর? এতদিনে জানা গেল পারিশ্রমিক

তবে আসন্ন এই শীতের মাস গুলোতেও দেশের তাপমাত্রা কেমন থাকবে সেসম্পর্কেও  মৌসম ভবনের তরফে এখনও কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। তবে মৌসুম ভবনের মৃত্যুঞ্জয় মহাপাত্রের কথায় এবছর অন্যান্য বারের তুলনায় বৃষ্টি অনেক কম হয়েছে। এই কারণেই নভেম্বর মাসের প্রথম দিকে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই উপরে থাকবে।

Winter Update

একই সাথে জানা যাচ্ছে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে উত্তর-পূর্ব এবং পূর্ব-মধ্য ভারত, উত্তর-পশ্চিম ও উপদ্বীপের ভারতের কিছু অংশে। যদিও দেশের পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম ভারত ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা স্বাভাবিক থেকে স্বাভাবিকের থেকে কম থাকতে পারে। তাই এই সমস্ত এলাকার মানুষজন এ বছর শীতের আমেজ চুটিয়ে উপভোগ করতে চলেছেন। তবে এখনও পর্যন্ত শীতের কামড় উপভোগ করা না গেলেও নভেম্বরেও পিছু ছাড়বে না বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সামগ্রিকভাবে নভেম্বর মাসে দেশজুড়ে মাসিক বৃষ্টিপাতের গড় থাকবে স্বাভাবিক। জানা যাচ্ছে, উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারতের কিছু অঞ্চল ছাড়া নভেম্বর মাসে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টিপাত হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর