মাস গেলে ৮০০ টাকা, কালীপুজোর আগেই বিরাট ধামাকা! আসছে আরও এক বাম্পার প্রকল্প

বাংলা হান্ট ডেস্ক : ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে আর্থিকভাবে সাহায্য করার জন্য ইতিপূর্বে একাধিক জনমোহিনী প্রকল্প (Government Scheme) চালু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যার মধ্যে উপকৃত হচ্ছেন হাজার হাজার ছাত্রছাত্রী। পড়ুয়াদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য ইতিমধ্যেই চালু করা হয়েছে কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ।

আসছে পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি সরকারি প্রকল্প (Government Scheme)

এই সমস্ত প্রকল্পের (Government Scheme) মাধ্যমে উপকৃত হচ্ছেন রাজ্যের বহু ছেলেমেয়েরা। বিশেষ করে মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হওয়া কন্যাশ্রী প্রকল্প এবং গৃহবধূদের জন্য চালু করা লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি ইতিমধ্যে সুপারহিট হয়েছে। তবে এবার রাজ্যের ওবিসি সম্প্রদায়ভুক্ত পড়ুয়া কিংবা পিছিয়ে পড়া শ্রেণীর পড়ুয়াদের জন্য আরও একটি নতুন প্রকল্প (Government Scheme) আনতে চলেছে রাজ্য সরকার। যার নাম ‘মেধাশ্রী প্রকল্প’।

প্রসঙ্গত এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এমন একাধিক প্রকল্প (Government Scheme) চালু করা হয়েছে, যার মাধ্যমে উপকৃত হচ্ছেন রাজ্যের ৮ থেকে ৮০ সমস্ত বয়সের মানুষ। আর এবার রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য আনা হল আরও একটি দারুন প্রকল্প মেধাশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অন্তর্গত এই প্রকল্পের মধ্যে দিয়ে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খরচ জোগাতেই মাসে মাসে মোটা অংকের টাকা দেওয়া হবে।

প্রতি মাসের পড়াশুনার খরচ জোগার হলে স্কুলছুটের সংখ্যাও কমবে বলে আশাবাদী রাজ্যসরকার। তবে এই মেধাশ্রী প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে যা সবাইকে মেনে চলা আবশ্যক। বছরখানেক আগে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য এই প্রকল্পের মাধ্যমে বৃত্তি দেওয়া হবে বলে খবর। জানা যাচ্ছে মেধাশ্রী প্রকল্পে প্রত্যেক মাসে ৮০০ টাকা করে দেওয়া পড়ুয়াদের। যার ফলে এই প্রকল্পে আবেদন করলে একজন যোগ্য শিক্ষার্থী প্রতি বছরে মোট ৯৬০০  টাকা করে পাবেন।

যোগ্যতা

পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

মেধাশ্রী প্রকল্পের সুবিধা পেতে গেলে পড়ুয়াদের অবশ্যই পশ্চিমবঙ্গের সরকারী কিংবা সরকার-স্বীকৃত স্কুলে পড়াশোনা করতে হবে।

তাছাড়া ওই পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।

শুধুমাত্র পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনকারীকে অবশ্যই সংখ্যালঘু বা ওবিসি বিভাগের হতে হবে।

আরও পড়ুন : সারপ্রাইস! সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের, খুশিতে আত্মহারা সকলে

প্রয়োজনীয় নথি

১) পরিচয়পত্র হিসাবে আধার কার্ডের জেরক্স

২) পাসপোর্ট সাইজের ছবি

৩) ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল সার্টিফিকেট

৪) পরীক্ষার মার্কশিট

৫) কাস্ট সার্টিফিকেট

৬) পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট

৭) ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর/আইএফএসসি কোড

আবেদন পদ্ধতি

১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://wbmdfcscholarship.in/aikya_app/home_app.php এ যেতে হবে।

২) এরপর যে হোমপেজ খুলবেসেখান থেকে ‘Student Area’ option অপশন বেছে নিতে হবে।

৩) এবার “New Registration” এ ক্লিক করতে হবে।

৪) পরবর্তী ধাপে কোন জেলার বাসিন্দা সেটা সিলেক্ট করতে হবে। এরপর “Application Form” খুলবে।

৫) শেষে Submit অপশনে ক্লিক করতে হবে।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর