‘জন্নতে আল্লাহ নিজের হাতে মদ পরিবেশন করেন”, ভাইরাল পাকিস্তানের মৌলানার ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : বিতর্কিত মন্তব্যের জেরে বরাবরের খবরের শিরোনামে থাকেন পাকিস্তানের (Pakistan) মাওলানা তারিক জামিল ( Tariq Jameel)।  ফের একবার সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তার একটি ভিডিও। যেখানে আল্লাহকে নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে বেহেশতে মদ্যপানের তিনটি স্তরের কথা বলেছেন পাকিস্তানের মাওলানা তারিক জামিল। তাঁর মতে, যে সমস্ত মানুষেরা নিজে হাতে মদ্যপান করেন তারা প্রথম শ্রেণীর অন্তর্গত। এটি আসলে সর্বনিম্ন স্তর। যাদেরকে মদ পরিবেশন করে দেওয়া হয় অর্থাৎ চাকর কিংবা কোন নারী যদি সেই মদ পরিবেশন করে দেন তাহলে তারা বীর কিংবা ফেরেশতা। তারা রয়েছেন দ্বিতীয় স্থানে।

এবং তাঁর মতে, প্রথম স্থানে যারা রয়েছেন তাদেরকে আল্লাহ নিজেই মদ দেন। তাঁর কথায়, ‘আল্লাহ স্বয়ং বেহেশতে মদ পরিবেশন করেন’। তারিখ জামালের মতে, লো ক্যাটাগরি অর্থাৎ একেবারেই নিম্ন স্তরে যে সমস্ত মানুষেরা রয়েছেন তাদেরকে নিজের হাতেই মদ পান করতে হয়।

দ্বিতীয় ক্যাটাগরিতে আগতদের জন্য রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা। নিজে হাতে তাদের করতে হবে না মদ্যপান। চাকরের দ্বারা তাদের হাতে তুলে দেওয়া হবে মদের গ্লাস। তবে বিশেষ বিশেষ লোকদের ক্ষেত্রে আল্লাহ নিজেই নাকি মদ পরিবেশন করে থাকেন। এমনটাই জানালেন মাওলানা তারিক জামিল।

তবে এখানেই থেমে থাকেননি তিনি। তাঁর সংযোজন, এই পৃথিবীর মানুষ যদি মদ ত্যাগ না করে তাহলে আল্লাহ স্বর্গে গিয়েও তাদের মদ দেবে। তিনি আরো দাবি করেন, জান্নাতে মদের ছোঁয়ার আঙুলটি যদি পৃথিবীর দিকে ঘোরানো থাকে তাহলে পুরো বিশ্ব সুগন্ধে ভরে উঠবে।

https://twitter.com/Truth_z7/status/1667845743116451840?s=20

যদিও এই প্রথম নয়। এর আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন পাকিস্তানের মাওলানা তারিক জামিল। মাত্র কয়েকদিন আগেই তিনি দাবী করেছিলেন, জান্নাতের হুরগুলো একটি খাল থেকে জন্মায়। এবং এগুলির দৈর্ঘ্য হয় ১৩০ ফুট।


additiya

সম্পর্কিত খবর