‘নোটে লক্ষ্মী-গণেশের ছবি ছাপালে সেখানে আল্লাহকেও রাখতে হবে’, কেজরিকে নিশানা কংগ্রেস নেতার

বাংলাহান্ট ডেস্ক : অর্থনীতির হাল ফেরাতে টাকায় দেওয়া হোক লক্ষ্মী-গণেশের ছবি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) এই ‘আবদার’ নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। বিজেপির পাশাপাশি কংগ্রেসও আক্রমণ করল আপ সুপ্রিমোকে। এদিন কংগ্রেস নেতা সালমান সোজ দাবি করেন, আর্থিক সমৃদ্ধির জন্য যদি নোটে লক্ষ্মী গণেশের ছবি ছাপা হয়, তাহলে আল্লাহ, গুরু নানক এবং যীশু খ্রীষ্টের ছবিও রাখতে হবে। এই মন্তব্যের পরই নতুন করে উত্তাল হয়ে ওঠে দেশীয় রাজনীতি।

আগের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখে দিল্লির মুখ্যমন্ত্রী ভারতীয় মুদ্রায় লক্ষ্মী-গণেশের ছবি ছাপানোর দাবি জানান। কেজরিওয়ালের দাবি, নতুন করে যে নোট দেশে ছাপানো হবে, সেখানে একটি পিঠে থাকুক মহাত্মা গান্ধীর (Mohatma Gandhi) ছবি। আর অন্য পিঠে ফুটে উঠুক লক্ষ্মী-গণেশের মুখ। তাঁর মতে, নোটে দেব-দেবীর ছবি থাকলে দেশের আর্থিক সমৃদ্ধি ঘটবে। বর্তমান দুর্দশা কাটিয়ে উঠবে অর্থনীতি। গুজরাট বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হিন্দুত্ব অস্ত্রেই বিজেপিকে বিঁধতে চাইছেন আপ সুপ্রিমো। এমনই মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।

কেজরিওয়ালের এই প্রস্তাবের সরাসরি বিরোধিতা না করলেও বিজেপি নেতারা অন্যান্য ক্ষেত্রে তাঁকে আক্রমণ করছেন। বিজেপি মুখপাত্র তেজিন্দর পাল সিং বাগগা বলেন, ‘কেজরিওয়াল শুধু আতস বাজি পোড়ানোর জন্য হিন্দু শিশুদের জেলে ভরতে চান। এখন নিজের ঔরঙ্গজেবের মতো ভাবমূর্তি ভাঙতে এসব বলছেন। হিন্দু সাজার চেষ্টা করছেন।’ দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি মনোজ তিওয়ারি বলেন, ‘কেজরিওয়াল নিজের হিন্দুবিরোধী মুখ লুকোনোর মরিয়া চেষ্টা করছেন। কিন্তু তিনি তাতে ব্যর্থ হবেন।’ তিওয়ারির আরও দাবি, হিন্দু দেবদেবীর সম্মান করাটা বিজেপিকে কারও কাছে শিখতে হবে না।

এরপর সরব হয় কংগ্রেসও। লক্ষ্মী গণেশে ছবি থাকলে বাকি সমস্ত ধর্মেরই ছবি রাখতে হবে বলে দাবি করেন কংগ্রেস নেতা সালমান সোজ। কংগ্রেসের পক্ষ থেকে আরও বলা হয়, ভোটব্যাংকের জন্য কেজরিওয়াল সব বলতে পারেন। অপর এক কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, ‘ও তো বিজেপি আরএসএসের বি টিম। কেজরিওয়াল কিছুই বোঝে না। ভোটব্যাংকের জন্য ও সব বলতে পারে। কেজরিওয়াল যদি পাকিস্তানে যায় তাহলে সেখানে গিয়েও বলবে আমি পাকিস্তানি।’

ad

Sudipto

সম্পর্কিত খবর