বকরি ঈদের আগেই মারা গেল ১২৫ কোটি টাকার ছাগল ‘সেরু’, এই ছাগলটি এত দামী কেন জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ বকরি ঈদের (Eid) আগেই শোকের ছায়া শাকিলের পরিবারে! অম্বরনাথে অসুস্থ হয়ে মারা গেল সেই ‘অদ্ভূত’ ছাগল (Goat)। যে ছাগলের দাম শুনলে তো রীতিমতো চমকে উঠবেন। ছাগলটির মালিক শাকিল এর দাম রেখেছিলেন ১ কোটি ১২ লাখ ৭৮৬ টাকা। হ্যাঁ একদমই ঠিক দেখছেন। তবে নির্দিষ্ট এই ছাগলটি কেন এত দামী জানেন!

তাহলে বলি, মহারাষ্ট্রের (Maharashtra) অম্বরনাথ থেকে সামনে এসেছে এই আশ্চর্য ঘটনা। জানা গিয়েছে জন্ম থেকেই উর্দু ভাষায় এই ছাগলের গায়ে লেখা ছিল ‘আল্লাহ’ ও ‘মোহাম্মদ’। যার জন্য ছাগলটির মালিক শাকিল এর দাম রেখেছিলেন ১ কোটি ২৫ লাখ টাকা। তবে বকরি ঈদের আগেই স্বপ্নভঙ্গ। দুর্ভাগ্যবশত হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ১০০ কেজি সেরু। এরপরেই মারা যায়। শেরুর প্রয়াণের ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়ে শাকিল ও তার পরিবার।

সিদ্ধার্থ নগরে বসবাসকারী শাকিল অম্বরনাথ রেলস্টেশনের সামনের রাস্তায় কাপড় বিক্রি করে সংসার চালায়। ছাগল পালনের ক্ষেত্রে আগে থেকেই শাকিলের বেশ শখ। বলা যায় ছাগল প্রতিপালনে শৌখিন তিনি। তারই একটি গৃহপালিত ছাগলের বাচ্চা হয়। আর শখ করে শাকিল সেই ছাগলের নাম দিয়েছিলেন ‘সেরু’।

special goat

ছোটবেলা থেকেই বহু আদর-স্নেহে লালন-পালন করে ছাগলটিকে বড় করে তুলেছিলেন শাকিল। ‘সেরু’র শরীরের বৈশিষ্ট আর পাঁচটা ছাগলের থেকে একেবারেই ভিন্ন ছিল। এই যেমন জন্ম থেকেই ছাগলের গলায় উর্দুতে ‘আল্লাহ’ ও ‘মোহাম্মদ’ এই শব্দ দুটি লেখা ছিল। ছাগলটির মাত্র দুটি দাঁত ছিল এবং এর ওজন ছিল ১০০ কেজি।

আগামী ২৯শে জুন ছাগলটিকে ১ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি করে গ্রামে একটি স্কুল গড়ার স্বপ্ন বুনেছিলেন শাকিল। তবে হঠাৎই নিমিষে সব বদলে গেল। গত কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগছিল সেরু। রোগ সারানোর জন্য প্রতিদিন প্রায় দু হাজার টাকার ওষুধ দিতে হত ‘সেরু’কে। তবে তাতেও লাভের লাভ কিছুই হল না। না ফেরার দেশে পাড়ি দিয়েছে সে। এই ছাগলের দাম নিয়ে গোটা রাজ্যে জোর চৰ্চা হয়েছিল। ছাগল সেরু মারা যাওয়ার পর শাকিলের বাড়িতে রীতিমতো শোকের ছায়া। থমথমে গোটা এলাকা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর