গোরক্ষা হিন্দুদের মৌলিক অধিকার, গরুকে জাতীয় পশু ঘোষণা করুক কেন্দ্র! মন্তব্য আদালতের

বাংলা হান্ট ডেস্কঃ এলাহাবাদ হাই কোর্ট গরু নিয়ে বুধবার বড় মন্তব্য করেছে। হাই কোর্ট কেন্দ্র সরকারকে পরামর্শ দিয়েছে যে, গরুকে রাষ্ট্রীয় পশু ঘোষণা করা উচিৎ। এলাহাবাদ হাই কোর্ট এই মন্তব্য গোহত্যায় অভিযুক্ত এক ব্যক্তির জামিনের আবেদন খারিজ করার সময় করেছে।

হাই কোর্ট আরও বলেছে যে, গরুকে রাষ্ট্রীয় পশু ঘোষণা করা উচিৎ। গোরক্ষা হিন্দুদের মৌলিক অধিকার ঘোষণা করা উচিৎ।

আদালত জানিয়েছে, প্রতিটি দেশবাসীর উচিৎ গরুকে সম্মান করা আর গরুর সুরক্ষা করা। কাউ স্লটার আইন অনুযায়ী জাভেদ নামের এক ব্যক্তির জামিনের আবেদন নিয়ে শুনানির সময় এই মন্তব্য করেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি।

এর আগে রাজস্থানের হাই কোর্টও গরুকে রাষ্ট্রীয় পশু ঘোষণা করার পরামর্শ দিয়েছিল। রাজস্থানের হাই কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে, কেন্দ্র সরকারের সঙ্গে সমন্বয় তৈরি করে গরুকে রাষ্ট্রীয় পশু ঘোষণা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর