আইন ভেঙে বার বার নিজের চেম্বারে ডাকা! বিচারকের কাণ্ডে ক্ষুব্ধ হাইকোর্ট, এল বড় নির্দেশ

বাংলা হান্ট ডেস্কঃ এক্তিয়ার-বহির্ভূত ভাবে বার বার তলব করেছেন বিচারক। এবার মালদহের চাঁচল কোর্টের অতিরিক্ত দায়রা বিচারকের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন মালদহের পুলিশ সুপার (Police superintendent) প্রদীপকুমার যাদব। আর তাতেই হল সুরাহা। হাইকোর্ট জানিয়ে দিল এভাবে পুলিশ সুপারকে ডেকে পাঠানো ওই বিচারকের এক্তিয়ারের মধ্যে পড়ে না।

এদিন অভিযোগ শুনে চাঁচল আদালতের বিচারকের নির্দেশ খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। জানা গিয়েছে এক জামিন সংক্রান্ত মামলায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তোলেন চাঁচল কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক। এরপর তিনি মালদহের পুলিশ সুপার প্রদীপকুমারকে ১৪ মে, ২০ মে এবং ৪ জুন ডেকে পাঠিয়েছিলেন।

১৪ মে পুলিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘পর্যবেক্ষণ’ এর পর ২০ মে বিকেল সাড়ে ৪টায় পুলিশ সুপারকে ফের চেম্বারে ডেকে পাঠান। সুপার না যাওয়ায় ২০ মে ফের একই নির্দেশ দেন বিচারক। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুপার। এদিন এই মামলা হাইকোর্টে উঠলে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি।

কেন কোন আইনে পুলিশ সুপারকে বারংবার বিচারক নিজের চেম্বারে ডেকে পাঠান তা একেবারেই স্পষ্ট নয় বলে পর্যবেক্ষণে জানায় হাইকোর্ট। অতিরিক্ত বিচারকের কোনও বক্তব্য থাকলে জেলা বিচারককে নিয়ে যে নজরদারি কমিটি গঠন করা হয়েছে সেখানে কেন জানালেন না সেই প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট।

Calcutta High Court

আরও পড়ুন: আগামী দু’ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গ কাঁপাবে তুমুল ঝড় বৃষ্টি, তড়িঘড়ি সতর্কতা জারি

গোটা ঘটনায় বিরক্তি প্রকাশ করে বিচারপতি ঘোষের নির্দেশ, ‘‘ ভবিষ্যতে নিম্ন আদালতের ওই বিচারক তার কাছে বিচারাধীন মামলার ক্ষেত্রে আইনের পথ মেনেই কাজ করবেন বলেই আদালত আশা রাখছে।’’ এদিন নিম্ন আদালতের দেওয়া তিনটি নির্দেশই খারিজ করে হাইকোর্ট।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর